শার্শায় মেজবাহ উদ্দিন স্মৃতি নাইট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত


Shohel Rana প্রকাশের সময় : নভেম্বর ১৫, ২০২৫, ৮:২০ অপরাহ্ণ /
শার্শায় মেজবাহ উদ্দিন স্মৃতি নাইট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ যশোরের শার্শায় বুরুজ বাগান মাধ্যমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের শার্শা উপজেলা শাখার প্রতিষ্ঠাতা, সাধারণ সম্পাদক মরহুম মেজবাহ উদ্দিন স্মৃতি নাইট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত উক্ত টুর্নামেন্টে ৮টি দল অংশ গ্রহন করে।

টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপি’র সহ-সভাপতি, সাবেক ছাত্রনেতা আহম্মদ আলী শাহিন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক প্রভাষক মামুনুর রশিদ, প্রচার সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম, বিএনপি নেতা আতিয়ার রহমান দুলু, যশোর জেলা শ্রমিক দলের সহ-সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, নিজামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম, লক্ষণপুর ইউনিয়ন বিএনপির যুগ্ন সম্পাদক মীর ফারুক হোসেন, উপজেলা মৎস্যজীবি দলের আহবায়ক সোহরাব হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুজাফফর উদ্দিন ও আব্দুর রশিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ ওয়াসির উদ্দিন, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলেরসাবেক যুগ্ম সম্পাদক মোজাফফর উদ্দিন শাওন, যশোর জেলা কৃষকদলের সদস্য আলমগীর হোসেন, উপজেলা যুবদলের সদস্য আলাউদ্দিন আলাল ও আজগর আলী, নাভারণ মহা বিদ্যালয় ছাত্রদলের সভাপতি সাজেদুর রহমান সাজু প্রমুখ।

খেলায় বেনাপোল তালশারী বনাম দ্যা গেম চেঞ্জার ফাইনাল ম্যাচে বেনাপোল তালসারি প্রথম ইনিংসে ৮৩ রান সংগ্রহ করে। দ্বিতীয় ইনিংসে গেম চেঞ্জার ৬১ রান এ অল আউট হয়ে যায়। বেনাপোল তালসারি গেম চেঞ্জার দলকে ২২ রানে হারিয়ে শিরোপা অর্জন করে।