

সোহেল রানাঃ “খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় পয়মল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমি ফাইনাল ম্যাচে বর্ণী ফুটবল একাদশ বনাম কুল্লা নুরুজ্জামান ফুটবল একাদশের মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে রঘুনাথনগর ফুটবল একাদশের উদ্যােগে রঘুনাথনগর ফুটবল মাঠে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ডাঃ সাজ্জাদুজ্জামান সানি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন।
প্রতিদ্বন্ডিতা ম্যাচে খেলার নির্ধারিত সময়ে দুই পক্ষই কোন গোল না করতে পারায় খেলাটি ট্রাইবেকারে গড়ায়। পরে ট্রাইবেকারে বর্ণী ফুটবল একাদশ ৫-৪ গোলে কুল্লা নুরুজ্জামান ফুটবল একাদশকে পরাজিত করে। উক্ত খেলায় হাজার হাজার ফুটবল প্রেমী দর্শক দেশী-বিদেশী খেলোয়ারদের খেলা উপভোগ করেন। সেরা খেলোয়ার নির্বাচিত হন বর্ণি ফুটবল একাদশের গোল রক্ষক কাবিজ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম, ঝিকরগাছা থানা পুলিশের (ওসি) নুর মোহাম্মদ গাজী, রঘুনাথনগর মহাবিদ্যালয়ের সভাপতি শরিফুল ইসলাম, সাংবাদিক আলী আশরাফ,দিকদর্শন টিভি পরিচালক নাজমুল হাসান,বিশিষ্ট সমাজসেবক ও সাদা মনের মানুষ খ্যাত সায়েদ আলীসহ বিভিন্ন ব্যক্তিবর্গ।
আপনার মতামত লিখুন :