শার্শায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২৫ এর শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত


Jakir Hossain প্রকাশের সময় : নভেম্বর ২৬, ২০২৫, ৬:২৭ অপরাহ্ণ /
শার্শায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২৫ এর শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

শেখ নাজমুল ইসলাম :  যশোরের শার্শায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৫ এর শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬  নভেম্বর)  সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠান টি  উদ্বোধন করেন    উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা মো: নিয়াজ মাখদুম।

এর আগে ” দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদে হবে উন্নতি ” এই স্লোগান দিয়ে এক বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাণিসম্পদ অফিসার তপু কুমার সাহা এর সভাপতিত্ব অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা মো: নিয়াজ মাখদুম, এছাড়া আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা,যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম ফারুক,  সিনিয়ার মৎস কর্মকর্তা পলাশ বালা, মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুজ্জামান, শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শাহ আলম সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের প্রান্তিক খামারিরা।

সভায় বক্তারা বলেন, দেশে নিরাপদ মাংস, দুধ ও ডিম উৎপাদনে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উপজেলার খামারিদের আধুনিক প্রযুক্তিগত সহায়তা, সুলভ মূল্যে পশুখাদ্য এবং চিকিৎসা সুবিধা পৌঁছে দিতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। পাশাপাশি রোগ প্রতিরোধে নিয়মিত টিকা কার্যক্রম ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করা হয়।

উক্ত অনুষ্ঠানে ৩২টি স্টলের মাধ্যমে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আশা গবাদি পশু ও পাণীর প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ প্রদর্শনী শেষ পাঁচটি ক্যাটাগ্যারীতে ১৫ টি স্টল কে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও খামারিদের মাঝে লিফলেট বিতরণ, ভেটেনারি সেবা ও প্রাণিসম্পদ উন্নয়ন বিষয়ক পরামর্শ প্রদান করা হয়। পরে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মশালার ঘোষণা দেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: তপু কুমার সাহা।