বোন উজমা খান সাক্ষাতের পর বললেন, সুস্থ আছেন ইমরান খান


Sarsa Barta প্রকাশের সময় : ডিসেম্বর ৩, ২০২৫, ৭:০৬ পূর্বাহ্ণ /
বোন উজমা খান সাক্ষাতের পর বললেন, সুস্থ আছেন ইমরান খান

ইমরান খান -সংগৃহীত 

প্রায় এক মাস পর মঙ্গলবার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে তার পরিবারের সাথে দেখা করার সুযোগ দেয়া হয়েছে। অনুমতি পাওয়ার পরই তার বোন উজমা খান কারাগারে সাক্ষাৎ করেছেন ইমরান খানের সাথে। আদিয়ালা কারাগারে দেখা করার পর সেখান থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘ইমরান খান সুস্থ আছে, এজন্য আল্লাহকে ধন্যবাদ।’

ইমরান খানের বোন এটিও জানান, কারাগারে তার ভাইকে মানসিক নির্যাতন করা হচ্ছে, যে কারণে তিনি খুব ক্ষুদ্ধ।

উজমা খান জানান, মঙ্গলবার ইমরান খানের সাথে তাকে ২০ মিনিটের জন্য সাক্ষাতের সুযোগ দেয়া হয়। ইমরান খান তাকে জানিয়েছেন যে সারাদিন তাকে একটি ঘরে আটকে রাখা হয়েছে, শুধুমাত্র অল্প সময়ের জন্য ঘর থেকে বের হওয়ার সুযোগ দেয়া হয়।

মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট এবং আদিয়ালা কারাগারের বাইরে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই এর বিক্ষোভের পর সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন উজমা খানকে তার ভাইয়ের সাথে দেখা করার অনুমতি দেয়া হয়।

সকালে ইমরান খানের তিন বোন আলিমা খানম, নওরীন নিয়াজি এবং উজমা খান যখন আদিয়ালায় সাক্ষাতের জন্য কারাগার এলাকায় যান, তখন শুরু থেকে তখন সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। শুরুতে সেখানে তারা পুলিশের বাধার সম্মুখীন হন। তবে এর কিছুক্ষণ পরে কারা কর্তৃপক্ষ শুধুমাত্র বোন উজমা খানের সাথে সাক্ষাতের সুযোগ দেয়।

সূত্র : বিবিসি