শেকড়ের সন্ধানের সাংগঠনিক সভা ও সাহিত্যানুষ্ঠান অনুষ্ঠিত


Sarsa Barta প্রকাশের সময় : ডিসেম্বর ৩, ২০২৫, ৮:২০ পূর্বাহ্ণ /
শেকড়ের সন্ধানের সাংগঠনিক সভা ও সাহিত্যানুষ্ঠান অনুষ্ঠিত

ইতিহাস নন্দিত যশোর জেলার ঐতিহ্যবাহী উন্নয়নশীল কেশবপুর উপজেলার আর্তমনবতার কল্যাণে নিবেদিত স্বেচ্ছাসেবী বে-সরকারী উন্নয়ন সংস্থা “শেকড়ের সন্ধানে”র সাংগঠনিক পরিকল্পনা সভা ও সাহিত্যানুষ্ঠান কবি ও সংগীত শিল্পী জনাব নজর উদ্দীন সানা’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(২৮ নভেম্বর২০২৫) “শেকড়ের সন্ধানে”র প্রতিষ্ঠাতা ও পরিচালক শেখ মিজানুর রহমান মায়া শুভেচ্ছা বক্তব্য ও পরিকল্পনা উপস্থাপন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন “শেকড়ের সন্ধানে” র মিডিয়া উপদেষ্টা ও কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ঠ সাংবাদিক ও সমাজসেবক জনাব এস আর সাঈদ।

বিশেষ অতিথির আলোচনা ও মনোমুগ্ধকর আবৃত্তি করেন, “শেকড়ের সন্ধানের সাহিত্য পরিষদের সভাপতি শিক্ষক ও কবি জনাব আব্দুল কাদের (প্রঃশিঃ),  বিশেষ অতিথি হিসাবে আলোচনা, আবৃত্তি, সংগীত,গল্প ও মতবিনিময় করেন, “শেকড়ের সন্ধানে” র সহঃসভাপতি শিক্ষক ও কবি মোঃমণিরুজ্জামান,সহঃসাঃসম্পাদক শিক্ষক ও কবি মোঃগোলাম মোস্তফা,সমাজকল্যাণ সম্পাদক চিকিৎসক ও কবি আঃ হাই আল হাদী, চিকিৎসা সম্পাদক কবি মোঃজাকারিয়া হোসেন, সাংগঠনিক সম্পাদক চিকিৎসক ও কবি মোঃআব্দুস সালাম মুর্শিদী, শিক্ষার্থী কল্যাণ সম্পাদক নূর হোসেন বাঁধন। স্বজন সদস্য কবি আলী আহমদ,কবি অরুপ ব্রম্ম,কবি রবিউল ইসলাম,কবি হুমায়ুন কবির,শিক্ষার্থী মোঃইয়াসিন আরাফাত প্রমূখ।

অনুষ্ঠানটি ডিসেম্বর ২৫ থেকে ছয় মাসের কার্যকরি পরিকল্পনা গ্রহণ,আপ্যায়ণ ও প্রকাশনা বিনিময়ের মাধ্যমে শেষ হয়।