গোগা ইউনিয়নের ৮ ওয়ার্ডের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া।
Sarsa Barta
প্রকাশের সময় : ডিসেম্বর ১৩, ২০২৫, ৯:১৯ অপরাহ্ণ /
০

সারসা বার্তা ডেস্ক: অদ্য ১৩/১২/২৫ শনিবার শার্শা উপজেলার ০৬ গোগা ইউনিয়নের ০৮ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন গণতন্ত্রের মাতা আপোষহীন দেশনেত্রী চার বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গোগা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হযরত আলী মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক সাবেক এমপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শার্শা উপজেলাবাসির গর্ব জনপ্রিয় জননেতা জনাব মফিকুল হাসান তৃপ্তি। বিএনপি নেতা মফিজুর রহমান ছোট,সাইদুল ইসলাম, কুদ্দুস আলী বিস্বাস, তাজউদ্দীন আহম্মেদ,যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা,সিনিয়র যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু,বিএনপি নেতা মসিয়ার রহমান,আব্দুল হামিদ,শহিদুল ইসলাম,মোঃ আলী সহ বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রিয় নেতা বলেন একজন সাধারণ মানুষ থেকে কি ভাবে অসাধারণ জননেত্রী হওয়া যায় সেটা আমার মা গণতন্ত্র ধারক আপোষহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া একমাত্র উদাহরণ।দেশের মানুষের কল্যাণের জন্য এবং দেশের গণতন্ত্র ভোটের অধিকার ও মানুষের বেঁচে থাকার অধিকার ফিরিয়ে আনার সংগ্রামে কখনো স্বৈরাচারের সাথে আপোষ করেননি তিনি সকলের কাছে প্রিয় মায়ের জন্য মহান আল্লাহর দরবারে সুস্থতা কামনা করেন এবং সকলকে নামাজ আনতে দোয়া করতে বলেন।
আপনার মতামত লিখুন :