

সোহেল রানাঃ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বাংলাদেশের সূর্য্য সন্তান শহীদ বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক
নূর মোহাম্মদ শেখের সমাধীস্থলে পুস্পার্ঘ অর্পণ, গার্ড অব অনার ও দোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে।
বিজয় দিবসের প্রথম প্রহরে উপজেলা প্রশাসন, বীরশ্রেষ্ঠের পরিবার, উপজেলা বিএনপি ও বিজিবির পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী অর্পন করা হয়েছে। পরে একে একে রাজনৈতিক, সামাজিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পৃথকভাবে ফুলের শ্রদ্ধা জানায়।
মঙ্গলবার সকাল ৯টায় বিজিবির পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদসহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হবে।
এসময় উপস্থিত ছিলেন,কেন্দীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও ধানের শীষের মনোনিত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা নির্বাহী অফিসার ফজলে ওয়াহিদ,সরকারী বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজের অধ্যক্ষ প্রফেসর শহিদুল ইসলাম খান, যশোর ৪৯বিজিবির উপ অধিনায়ক মেজর নুর উদ্দিন আহম্মেদ,নাভারণ সার্কেলের সহকারি পুলিশ সুপার আরিফ হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফর হোসেন, কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা, বীরশ্রেষ্ঠের দৌহিত্র মিরাজুল ইসলাম সায়মন, শার্শা থানা পুলিশের (ওসি) মারুফ হোসেন, হাইওয়ে থানার (ওসি) মোঃ মহসিন , কাশিপুর বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার শওকত আলীসহ আরও অনেকে।
আপনার মতামত লিখুন :