ইনশাআল্লাহ ২৫ ডিসেম্বর দেশে ফিরবো বললেন তারেক রহমান


Sarsa Barta প্রকাশের সময় : ডিসেম্বর ১৭, ২০২৫, ৩:৩৮ অপরাহ্ণ /
ইনশাআল্লাহ ২৫ ডিসেম্বর দেশে ফিরবো বললেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন বলে জানিয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার লন্ডনে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি নিজেই এই ঘোষণা দেন। দীর্ঘ সময় পর তার দেশে ফেরার ঘোষণাকে দলীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

একই সঙ্গে তিনি দেশে ফেরার দিন লন্ডনের বিমানবন্দরে তাকে বিদায় জানাতে দলীয় নেতাকর্মীদের ভিড় না করার অনুরোধ জানান। তারেক রহমান বলেন, বিমানবন্দরে ভিড় হলে অপ্রয়োজনীয় হট্টগোল সৃষ্টি হতে পারে, যা যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি কমিউনিটি এবং দলের ভাবমূর্তির জন্য নেতিবাচক হতে পারে।

অনুষ্ঠানে তারেক রহমান আবেগঘন কণ্ঠে বলেন, গত ১৮ বছর ধরে তিনি যুক্তরাজ্যে অবস্থান করেছেন এবং এই সময়ে প্রবাসী বিএনপি নেতাকর্মীদের সঙ্গে তার বহু স্মৃতি জড়িয়ে আছে। সুখ-দুঃখের নানা মুহূর্তে প্রবাসী বাংলাদেশিরা তাকে মানসিকভাবে সাহস জুগিয়েছেন, সহযোগিতা ও সমর্থন দিয়েছেন বলেও তিনি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

তিনি বলেন, যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত যেসব প্রবাসী বাংলাদেশি জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাস করেন, তারা তার পরিবার ও দলের সংকটময় সময়ে পাশে দাঁড়িয়েছেন। বিশেষ করে লন্ডনে অবস্থানরত নেতাকর্মীদের অবদান তিনি আলাদা করে উল্লেখ করেন।

তারেক রহমান বলেন, “ইনশাআল্লাহ আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে ২৫ তারিখে আমি দেশে ফিরে যাব। তবে আমার একটি বিশেষ অনুরোধ—সেদিন কেউ যেন আমাকে বিদায় জানাতে বিমানবন্দরে না যান।” তিনি ব্যাখ্যা করে বলেন, বিমানবন্দরে ভিড় হলে সেখানে উপস্থিত সবাই যে বাংলাদেশি, তা স্পষ্টভাবে দৃশ্যমান হবে এবং এতে দেশের পাশাপাশি দলের সুনাম ক্ষুণ্ন হতে পারে।

তিনি আরও বলেন, যারা তার এই অনুরোধ মানবেন, তিনি তাদের দল ও দেশের সম্মানের প্রতি শ্রদ্ধাশীল বলে মনে করবেন। আর অনুরোধ সত্ত্বেও যারা বিমানবন্দরে যাবেন, তাদের ব্যক্তিগত স্বার্থে উপস্থিত হয়েছেন বলেই ধরে নিতে বাধ্য হবেন বলে মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সদস্য সচিব খসরুজ্জামান খসরুর পরিচালনায় আয়োজিত এই আলোচনা সভায় যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এই ঘোষণার মাধ্যমে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা ও আশা সৃষ্টি হয়েছে। বিশেষ করে প্রবাসী নেতাকর্মীরা তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে দলের রাজনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছেন।