দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ, ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা


Sarsa Barta প্রকাশের সময় : ডিসেম্বর ২৩, ২০২৫, ৩:৪৩ অপরাহ্ণ /
দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ, ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভকারীরা- ছবিঃ সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ করছে হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও বজরং দল। এই বিক্ষোভকে সামনে রেখে হাইকমিশনের নিরাপত্তা বাড়িয়েছিল পুলিশ ও প্রশাসন। তবে পুলিশের ব্যারিকেড ভেঙে হাইকমিশনে ঢোকার চেষ্টা করে তারা। এ সময় তাদের সরিয়ে দিতে পুলিশ লাঠিচার্জ করে। বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে ফেলায় সেখানকার পরিস্থিতি এখনো উত্তপ্ত রয়েছে। তবে নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

গত সপ্তাহে ময়মনসিংহে দীপু দাস নামে এক হিন্দু যুবককে হত্যার ঘটনায় এই বিক্ষোভের ডাক দেয় ভারতের হিন্দুত্ববাদী দলগুলো। বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে ফেলায় সেখানকার পরিস্থিতি এখনো উত্তপ্ত রয়েছে। তবে নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। এ সময় বিক্ষোভকারীরা বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। তাদের হাতে নিন্দা জানিয়ে লেখা ব্যানার ও প্ল্যাকার্ড দেখা যায়।

বিক্ষোভকে সামনে রেখেই আজ সকাল থেকেই নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গণ ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়। পুরো এলাকাটি তিন স্তরের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়। নিরাপত্তা নিশ্চিত করতে প্রচুর পুলিশ ও আধাসামরিক বাহিনীও মোতায়েন করা হয়েছে।

এদিকে ভিএইচপিসহ হিন্দুত্ববাদী সংগঠনগুলোর সৃষ্ট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন থেকে সব ধরনের কনস্যুলার সেবা ও ভিসা প্রদান স্থগিত করা হয়। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এসব সেবা বন্ধ থাকবে।

সূত্র : এনডিটিভি ও দ্য হিন্দু