যশোরের ফুটপথ দখল মুক্ত যানজট নিরশন ও ট্রাফিক আইন বাস্তবায়নে মানবন্ধন


Shohel Rana প্রকাশের সময় : জানুয়ারি ৯, ২০২৬, ২:৩৯ অপরাহ্ণ /
যশোরের ফুটপথ দখল মুক্ত যানজট নিরশন ও ট্রাফিক আইন বাস্তবায়নে মানবন্ধন

নিজস্ব প্রতিবেদকঃ যশোরে যানজট,দখলমুক্ত ফুটপাত চাই ও ট্রাফিক আইন বাস্তবায়নে মানববন্ধন করেছেন সচেতন নাগরিক সমাজ। শুক্রবার (৯ জানুয়ারী) সকাল ১১টয় যশোর প্রেসক্লাবের সামনে সচেতন নাগরিক সমাজের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, যশোর শহরে প্রতিদিন যানজট বৃদ্ধি পাচ্ছে ফলে সাধারণ মানুষের যাতায়াতের বিঘ্ন ঘটছে। এর থেকে মুক্তির জন্য ট্রাফিক আইন বাস্তবায়ন করতে হবে।এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ), যশোর জেলা শাখার আহবায়ক মাহমুদ হাসান, সদস্য সচিব সাকিব রহমান, মোহাম্মদ আমিনুল ইসলাম, যুগ্ন আহবায়ক বি এম সাগর হোসাইন, যুগ্ন সদস্য সচিব রিয়াদ হোসেন, এম এম রাফিকুল হাসান, মনিরামপুর উপজেলার সদস্য সচিব জোবায়ের নাইম প্রমূখ।