কাবা শরিফের তাওয়াফ ও সাফা-মারওয়া সাই করার প্রশান্তি


Sarsa Barta প্রকাশের সময় : জানুয়ারি ৯, ২০২৬, ৪:৪৯ অপরাহ্ণ /
কাবা শরিফের তাওয়াফ ও সাফা-মারওয়া সাই করার প্রশান্তি

প্রতিবেদকঃ 

আমরা ওমরা করতে এসে এবার একটা বিষয়ে ভীষণ ক্লিয়ার হয়েছি—আপনার গায়ে শক্তি থাকা অবস্থায় ওমরা করতে আসুন। কাবা শরিফের তাওয়াফ, সাফা-মারওয়া সাই করা ও যাবতীয় নিয়ম শেষ করতে আপনাকে প্রায় নয় মাইল হাটতে হবে। এই আট নয় মাইল শুধু কাবা প্রাঙ্গনে।

এরপর আসুন চুল কাটতে যেতে হবে হোটেলে, হোটেলে ফিরতে হবে। তখন পা আর চলে না। প্রতিটি কদম শরীরের শেষ শক্তির জানান দেয়। আবার নয় নাম্বার গলিতে সরকারিভাবে ফ্রিতে চুল কাটা যায়। সেলুনে গেলে ৫ রিয়াল খরচ হয়। সুযোগ বুঝে বহু সেলুন দোকান ১০ রিয়ালও নিতে পারে।

আমি আল্লাহর রহমতে ৪টা ওমরা করতে পেরেছি। শেষ ওমরায় সাফা-মারওয়া সাই করার সময়ে ভীষণ ক্লান্ত হয়ে যাই। আল্লাহর সাহায্যে তা সুসম্পন্ন করতে পেরেছি। জমজমের পানি খেয়ে জিরিয়ে জিরিয়ে করেছি শেষ ওমরা। জমজমের পানি শরীরের জন্য শক্তি ও আরামদায়ক ভিটামিনও বটে।

এরপর ৫ ওয়াক্ত নামাজ আদায় করা, চুল কেটে পরিচ্ছন্ন হওয়া, হোটেলে ফেরা—এই অনেক কষ্টের কাজগুলো আল্লাহ সহজ না করে দিলে কিছুতেই সম্ভব না। পরামর্শ থাকবে, ওমরা ও হজ্জ গায়ে শক্তি থাকা অবস্থায় করুন। মজা পাবেন। শান্তি পাবেন।

যারা শক্তিতে সবল, তারা নিচে দাঁড়িয়ে তাওয়াফ করেন। আর যারা দুর্বল বা অসুস্থ, তারা উপরে, দুতলা বা তিনতলায় হেটে কিংবা হুইলচেয়ার ব্যবহার করে তাওয়াফ করতে পারেন। হুইলচেয়ার করে সাফা-মারওয়া সাই করালে একশ রিয়াল খরচ হতে পারে। নিজের লোক দিয়ে করতে পারলে টাকা খরচ হয় না। হুবহু সাফা-মারওয়াতে হুইলচেয়ারে সাই করানোর জন্য নির্দিষ্ট লোক রয়েছে যারা একশ রিয়াল নিয়ে কাজটি করেন।

সবুজ চিহ্নিত দুপাশে দুটি জায়গা রয়েছে। সে স্থানে পৌঁছালে ওমরা কারীরা দৌড়ে দৌড়ে সাই করেন। সাফা থেকে শুরু করে মারওয়া পর্যন্ত এক চক্কর, আবার মারওয়া থেকে সাফা পর্যন্ত এক চক্কর। সে দুই প্রান্তে কাবার দিকে ফিরে বলতে হয় “আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার।” এমন করে ৭ চক্কর দিতে হয় ওমরাহ পালনকারীদের।

নিজের পায়ে দাঁড়িয়ে কিংবা হুইলচেয়ার ব্যবহার করে আল্লাহর ঘর তাওয়াফ করার মত প্রশান্তি আর কিছুতেই হয় না। আমরা সবাই দুনিয়া নিয়ে ব্যস্ত, তবু ১৫ দিনের সময় নিয়ে মক্কা-মদিনা ঘুরে আসুন। আপনি যে প্রশান্তি ও সুখ পাবেন, তা আর কোথাও নেই।

আল্লাহ আমাদের সকলকে আমল করার তওফিক দান করুন।