গ্রিনল্যান্ড নিয়ে এবার ভিন্ন সুর ট্রাম্পের


Sarsa Barta প্রকাশের সময় : জানুয়ারি ২১, ২০২৬, ৯:৪৮ অপরাহ্ণ /
গ্রিনল্যান্ড নিয়ে এবার ভিন্ন সুর ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

গ্রিনল্যান্ড নিয়ে এবার ভিন্ন সুরে নতুন বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, “গ্রিনল্যান্ড দখলের জন্য ইউরোপ যদি তার চাপ মেনে না নেয়, তাহলে আমেরিকা তা মনে রাখবে।” বুধবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের ভাষণে এই বার্তা দেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, “বিশ্ব সুরক্ষার জন্য আমরা এক টুকরো বরফ চাই। কিন্তু তারা তা দেবে না। আমরা কখনও আর কিছু চাইনি। আমরা সেই (বরফ) টুকরো জমি নিজেদের কাছেই রাখতে পারতাম, কিন্তু রাখিনি।”

ট্রাম্প বলেন, “ইউরোপের হাতে ‘একটি বিকল্প’ আছে। আপনি হ্যাঁ বলতে পারেন, তাহলে আমরা আপনাদের খুব কৃতজ্ঞ থাকব। অথবা আপনি না বলতে পারেন। আর সেটি হলে আমরা মনে রাখব- একটি শক্তিশালী ও সুরক্ষিত আমেরিকা মানে শক্তিশালী ন্যাটো। এই কারণেই আমি আমাদের সামরিক বাহিনীকে অত্যন্ত শক্তিশালী করতে প্রতিদিন কাজ করছি।”

তিনি বলেন, “গ্রিনল্যান্ড দখলের জন্য বল প্রয়োগ করতে চাই না। কিন্তু যদি তা করতে হয়, তাহলে যুক্তরাষ্ট্র ‘অপ্রতিরোধ্য’ হবে। কিন্তু আমি তা করব না।”

সামরিক জোট ন্যাটোর ব্যয় সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, “আমরা কখনও কিছু চাইনি এবং আমরা কখনওই কিছু পাইনি, আমরা সম্ভবত কিছুই পাব না, যদি না আমি অতিরিক্ত শক্তি ও বল প্রয়োগ করার সিদ্ধান্ত নিই। আর সেটি হলে আমরা, স্পষ্টতই, অপ্রতিরোধ্য হব। কিন্তু আমি তা করব না।”

এ সময় ট্রাম্প বলেন, প্রয়োজন হলে ন্যাটো আমেরিকার পক্ষে থাকবে কি না, সে ব্যাপারে তার সন্দেহ রয়েছে। ট্রাম্প বলেন, “আমরা তাদের (ন্যাটো সদস্য রাষ্ট্রগুলো) জন্য শতভাগ প্রস্তুত থাকব, কিন্তু আমি নিশ্চিত নই যে, তারা আমাদের পক্ষে থাকবে।”

“যুক্তরাষ্ট্র ফিরে এসেছে, আগের যেকোনও সময়ের চেয়ে আরও বড়, শক্তিশালী ও অধিকতর ভালো রূপে। আপনাদের সঙ্গে আবার দেখা হবে,” এই বলে বক্তব্য শেষ করেন ট্রাম্প।

উল্লেখ্য, ন্যাটোর ৫ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, যেকোনও ন্যাটো সদস্যের ওপর আক্রমণকে সকলের ওপর আক্রমণ হিসেবে বিবেচনা করা হবে। ন্যাটোর ৫ নম্বর অনুচ্ছেদটি কেবল একবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষায় প্রয়োগ করা হয়েছে। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার পর মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে ব্যবহার করা হয়। সূত্র: এনবিসি