ঢামেকে রোগীর মৃত্যু


Sarsa Barta প্রকাশের সময় : জানুয়ারি ২২, ২০২৬, ৭:৫৭ পূর্বাহ্ণ /
ঢামেকে রোগীর মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মেডিসিন বিভাগে রাশি বেগম (৩৩) নামে এক রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের মারধর করেন রোগীর স্বজনরা। এর জেরে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা সেবা বন্ধ রাখেন ইন্টার্ন চিকিৎসকরা। বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। রাশি বেগমের স্বামীর নাম ইফতেখার। তার গ্রামের বাড়ি বরিশাল, বর্তমানে লালবাগের আজিমপুরে থাকতেন।

রাশি বেগমের ছেলে ইমতিয়াজ বলেন, তার সৎ মাকে লিভারের সমস্যায় মেডিসিন বিভাগের ৭০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করান। সেখানে বুধবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি জানতে পেরেছেন, স্যালাইনের সাথে ইনজেকশন পুশ করার কথা ছিল। সেখানে তা না করে সরাসরি শরীরে ইনজেকশনটি পুশ করা হয়েছে। ফলে কিছু সময়ে মধ্যে তার মা মারা যান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, রোগীর মৃত্যুর ঘটনায় রাত আনুমানিক ১টার দিকে কর্তব্যরত চিকিৎসকের সাথে রোগীর স্বজনদের কথা কাটাকাটি হয়, এক পর্যায় হাতাহাতির ঘটনা ঘটে। পরে সেখানে কর্তব্যরত আনসার সদস্য ও ইন্টার্ন চিকিৎসকরা মিলে তাদের কে ধাওয়া করলে, তারা পালিয়ে যায়। খবর পেয়ে র‍্যাব, পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনাস্থল থেকে ইমতিয়াজকে সেখান থেকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, রোগীর মৃত্যুর পর চিকিৎসকের সঙ্গে রোগীর স্বজনদের হাতাহাতির ঘটনা ঘটেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে হাসপাতালে র‍্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

তিনি আরও বলেন, ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতালের জরুরি বিভাগের মেইন গেটে তালা দিয়ে দিয়েছিলেন। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। খুলে দেয়া হয়েছে তালা। চিকিৎসা সেবা চলছে।