ডেনমার্কের প্রধানমন্ত্রী গ্রিনল্যান্ড ইস্যুতে গুরুত্বপূর্ণ সফরে গেছেন


Sarsa Barta প্রকাশের সময় : জানুয়ারি ২৪, ২০২৬, ৯:৩১ পূর্বাহ্ণ /
ডেনমার্কের প্রধানমন্ত্রী গ্রিনল্যান্ড ইস্যুতে গুরুত্বপূর্ণ সফরে গেছেন

ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন গ্রিনল্যান্ডের রাজধানী নুক সফরে যাচ্ছেন। এই সফরে তিনি গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী সঙ্গে বৈঠক করবেন। ডোনাল্ড ট্রাম্প আর্কটিক অঞ্চলের এই দ্বীপটি দখলের হুমকি থেকে সরে আসার পর যে অনিশ্চিত পরিস্থিতি তৈরি হয়েছে, তার মধ্যেই এই সফর অনুষ্ঠিত হচ্ছে।

বার্তা সংস্থা এএফপি জানায়, কোপেনহেগেন থেকে যাত্রা শুরু করে ফ্রেডেরিকসেন ব্রাসেলস হয়ে নুক পৌঁছাবেন। ব্রাসেলসে তিনি শুক্রবার ভোরে ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠক করেন।

এই বৈঠকের আগে চলতি সপ্তাহে দাভোসে গ্রিনল্যান্ড ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি মৌখিক সমঝোতায় পৌঁছান ন্যাটো মহাসচিব মার্ক রুটে। ওই সমঝোতার পরই ট্রাম্প গ্রিনল্যান্ড দখল সংক্রান্ত আগের অবস্থান থেকে সরে আসেন।

শুক্রবারের বৈঠকে ন্যাটো মহাসচিব ও ডেনমার্কের প্রধানমন্ত্রী আর্কটিক অঞ্চলে নিরাপত্তা জোরদার করতে ন্যাটোর কার্যক্রম আরও বাড়ানোর বিষয়ে একমত হন। তাঁদের মতে, বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতায় আর্কটিক অঞ্চলের নিরাপত্তা এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

এর আগে, গ্রিনল্যান্ড বিষয়ে একটি নির্দিষ্ট ‘ফ্রেমওয়ার্ক’ নিয়ে ন্যাটো মহাসচিবের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর পরই ট্রাম্প তাঁর কড়া অবস্থান থেকে সরে আসেন। যদিও এই পরিকল্পনার বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।

তবে ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র এই সমঝোতার মাধ্যমে তাদের চাওয়া সবকিছুই পেয়েছে এবং এই ব্যবস্থা দীর্ঘমেয়াদে, এমনকি ‘চিরকাল’ কার্যকর থাকবে। তথ্যসূত্র : এএফপি