আবুধাবিতে নাজিরহাট পৌরসভা প্রবাসী সমিতির আনন্দ ভ্রমন আয়োজন


Sarsa Barta প্রকাশের সময় : জানুয়ারি ২৪, ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ণ /
আবুধাবিতে নাজিরহাট পৌরসভা প্রবাসী সমিতির আনন্দ ভ্রমন আয়োজন
  • ব্যস্ত প্রবাস জীবনে মুক্ত বাতাসের ছোঁয়ায় সমুদ্র বিলাস; আবুধাবিতে নাজিরহাট পৌরসভা প্রবাসী সমিতির আনন্দ ভ্রমন’

ব্যস্ত প্রবাস জীবনে আনন্দ-বিনোদন দিতে প্রমোদতরীর মাধ্যমে সমুদ্র বিলাসে আনন্দ ভ্রমণের আয়োজন করে আবুধাবিতে নাজিরহাট পৌরসভা প্রবাসী সমিতি। গত ১৮ জানুয়ারি রোববার আমিরাতের রাজধানী আবুধাবির অদূরে আরব সাগরের মোহনায় এ ব্যতিক্রমী সমুদ্র বিলাসের আয়োজন করা হয়।

ওইদিন দুপুর বারোটা থেকে সন্ধ্যা পর্যন্ত আবুধাবির মেরিনা মহলের হাভানা ক্লাব এরিয়া হতে প্রমোদ তরীতে সাগর ভ্রমনের যাত্রা শুরু হয়।শান্ত সমুদ্রের টলটলে স্বচ্ছ পানি, মুক্ত বাতাস, কোলাহল পরিবেশ, সমুদ্রের আছড়ে পড়া শান্ত ঢেউ আর কলকাকলিতে যেন ভিন্ন মাত্রার এক আনন্দ উপভোগ। আয়োজনে প্রমোদতরীতে ছিল চা নাস্তা, খানা-পিনা, ফটোশ্যূট, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও সিআইপি সংবর্ধনা। তবে এই প্রথম প্রমোদতরীতে কোন প্রবাসী সিআইপিকে সংবর্ধনা দেয়া হয়।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর চৌধুরীর সভাপতিতে অনুষ্ঠান পরিচালনা করেন রবিউল হাছান তালুকদার।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআইপি আলহাজ্ব মাহমুদ আজম খান। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন সদ্য নির্বাচিত সিআইপি আলহাজ্ব মোহাম্মদ ওসমান আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মাহবুবুল আলম, ব্যবসায়ী মইনুদ্দিন মইন, ব্যবসায়ী ইয়াকুব আলী, ব্যবসায়ী দিদারুল আলম বাবু।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও সংবর্ধিত সিআইপিকে নাজিরহাট পৌরসভা সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান, নাজিরাহট পৌরসভা সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ লুৎফর রহমানের নেতৃত্বে কমিটির নেতৃবৃন্দ। বক্তব্য রাখেন মাহবুব খন্দকার, গোলাম কাদের ইফতি, সেলিম নেওয়াজ,মোহাম্মদ ইয়াকুব ও মোহাম্মদ আরাফাতসহ আরো অনেকে।

অনুষ্ঠানের অন্যান্য অতিথিদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নাসির উদ্দীন, মোহাম্মদ শফিউল আলম শফি, আমানুল্লাহ চৌধুরী আমান, মাহমুদুর রহমান মান্না, নাসির উদ্দিন লিটন, নজরুল ইসলাম, মোফাসসিল ইসলাম, মোহাম্মদ আরাফাত, মোহাম্মদ মোরশেদ, মোহাম্মদ আনাস, মোহাম্মদ নাসির, আজগর আলী প্রমুখ।

অনুষ্ঠানে গান পরিবেশন করেন শিল্পী জিয়াউল হক জিয়া। বিপুল সংখ্যক প্রবাসী ও তাদের পরিবারব র্গের উপস্থিতিতে প্রমোদতরীর অনুষ্ঠানটি নজরকাড়ে ভিনদেশিসহ অন্যান্য প্রমোদতরীর ভ্রমণ পিপাসুদের। উপস্থিত অতিথিরা আয়োজনকারীদের ধন্যবাদ জানান।