

সাবা ডেস্কঃ বেনাপলে আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০২৬ নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। ২০০৯ সাল থেকে পালিত হওয়া দিবসটি এ বছর সারা বিশ্বে একযোগে ১৮৩ টি দেশে পালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় সোমবার(২৬
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ড এর সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগ) জিএম আবুল কালাম কায়কোবাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর অঞ্চলের কর কমিশনার মো: মাসুদ রানা। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার, যশোর আব্দুল হাকিম, বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন এর সভাপতি আলহাজ্ব শামসুর রহমান।
“অতন্দ্র প্রহারা আর দৃঢ় অঙ্গীকারে দেশের সুরক্ষায় কাস্টমস” এই প্রতিপাদ্য সামনে রেখে বেনাপোল কাস্টমস হাউস কর্তৃক আয়োজিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেনাপোল কাস্টমস কমিশনার মো: ফাইজুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে জি এম আবুল কালাম কায়কোবাদ বলেন, দেশের অর্থনীতির চাকা সচল রাখতে রাজস্ব আদায়ে প্রত্যেকটি কাস্টমস কর্মকর্তাকে যথেষ্ট আন্তরিক হতে হবে। এবং দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে সকল নাগরিককে ভ্যাট ট্যাক্স প্রদানে এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, রাজস্ব আদায়ের পাশাপাশি আমদানি-রপ্তানি কার্যক্রম সহজীকরণ, দুর্নীতি রোধ এবং সেবার মান উন্নয়নে কাস্টমস কর্মকর্তাদের পেশাদারিত্ব ও দায়িত্বশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সভায় বক্তারা আন্তর্জাতিক বাণিজ্যে কাস্টমস বিভাগের ভূমিকা, রাজস্ব আদায়ে কাস্টমসের অবদান এবং আধুনিক ও স্বচ্ছ কাস্টমস ব্যবস্থাপনা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কাস্টম কর্মকর্তা, বন্দর কর্মকর্তা সিএন্ডএফ এজেন্ট,আমদানি রপ্তানিকারক ব্যবসায়ী নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা।
আপনার মতামত লিখুন :