

গেফার সালেম সারসা বার্তা: যশোরের দাইতলা এলাকা থেকে ১০.৫০০ কেজি রুপা ও ০১ বোতল বিদেশী মদসহ ০৪ জন আসামী আটক করেছে বিজিবি।
অদ্য ২৭ জানুয়ারি ২০২৬ তারিখ ০৫০০ ঘটিকায় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে যশোরের কোতোয়ালী থানাধীন দাইতলা বাসস্ট্যান্ড এলাকা হতে ০৪ জন আসামীসহ ১০.৫০০ কেজি রুপা, ০১ বোতল বিদেশী মদ, ০৫টি মোবাইল এবং নগদ ৬,২০৫/- টাকা আটক করে। আটককৃত ব্যক্তিদের ব্যাগের মধ্যে বিশেষ কায়দার লুকায়িত অবস্থায় উক্ত রুপা ও বিদেশী মদ পাওয়া যায়। আটককৃত আসামীদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ঢাকা থেকে যশোর হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে রুপাগুলি এবং বিদেশী মদ যশোর হতে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। আটককৃত ব্যক্তিদের নাম ও ঠিকানা- (১) তরুণ কুমার রায় (৪৭), পিতা-সন্তোষ কুমার রায়, গ্রাম-ঝিকরা দক্ষিণ, পোস্ট-কলারোয়া, থানা- কলারোয়া, জেলা-সাতক্ষীরা (২) মোঃ শিমুল মোড়ল, পিতা-নূর হোসেন মোড়ল, গ্রাম-আলাইপুর উত্তর, পোস্ট-হামিদপুর, থানা-কলারোয়া, জেলা-সাতক্ষীরা, (৩) মোঃ শামীম হোসেন, পিতা-মোঃ আলফাজ আলী সরদার, গ্রাম-উত্তর ভাদিআয়ালী, পোস্ট-কেরাগাছি, থানা-কলারোয়া, জেলা-সাতক্ষীরা, (৪) মোঃ আওয়াল হোসেন, পিতা-মোঃ আজিবার হোসেন, গ্রাম-সাতবাড়িয়া, পোস্ট-যশোর সদর, থানা-যশোর সদর, জেলা-যশোর। আটককৃত রুপার মূল্য ৬৫,১০,০০০/- টাকা, ০২টি রুপার আংটির মূল্য ৪০০০/-, বিদেশী মদ ০১ বোতল মূল্য ১৫০০/-, ০৫টি মোবাইল এর মূল্য ৬১,৫০০/- টাকা, ০১টি পাওয়ার ব্যাংক ৩০০০/-, এয়ারবার্ট ০১টি মূল্য ১৫০০/-, হাতঘড়ি ০১টি মূল্য ২০০০/- এবং নগদ ৬২০৫/- টাকাসহ সর্বমোট সিজার মূল্য ৬৫,৮৯,৭০৫/- (পয়ষট্টি লক্ষ উননব্বই হাজার সাতশত পাঁচ) টাকা।
আটককৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে আসামীদেরকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিবিজিএম, পিএসসি জানান, কিছু দিন যাবত বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ/রুপা পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। উক্ত স্বর্ণ/রুপাসহ পাচারকারী আটকের নিমিত্তে বিজিবি‘র আভিযানিক কার্যক্রম ও চেষ্টা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে রুপাসহ পাচারকারী আটক করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :