যশোরের শার্শা উপজেলা অবসরপ্রাপ্ত চাকুরিজীবী কল্যাণ পরিষদের মাসিক সভা আজ রবিবার সকাল ১১ ঘটিকায় উপজেলা সদরে নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি আব্দুস সালাম গফফারের সভাপতিত্বে অন্যান্যরা উপস্থিত ছিলেন সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল হক, সহসভাপতি আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, আলহাজ্ব মোঃ শাহজাহান আলী, মোঃ জমির উদ্দীন, মোঃ সৈয়দুজ্জামান, মোঃ ওসমান গণি এবং মোঃ মঈনুদ্দীন প্রমুখ।
সভায় সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান সহ মোঃ আলী হোসেন ও মোঃ সোলায়মান হোসেন সহ মোট তিন জন এবারের পবিত্র পালনের জন্য সৌদি আরবে যাচ্ছেন। আর জনাব আলী হোসেন এবং জনাব সোলায়মান হোসেনের ফ্লাইট আগামি ২১ জুন তারিখ মঙ্গলবার তাই তাঁরা সভায় উপস্থিত থাকতে পারেননি।
তাঁরা তাঁদের কাফেলায় সকাল ৯টায় যোগ দিয়ে রওনা হয়ে গেছেন। আর জনাব মিজানুর রহমানের ফ্লাইট আগামী ব্রিহস্পতিবার। অদ্যকার সভায় তাদের জন্য মহান আল্লাহপাকের দরবারে দোয়া করা হয়। একই সাথে আগামি মাসিক সভা ৩১ জুলাই তারিখে অনুষ্ঠিত করার সিদ্ধান্ত করে সভার কার্য সমাপ্তী করা হয়। সভাশেষে সবাইকে মিষ্টি মুখ করান হয়।
আপনার মতামত লিখুন :