• বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাকে কোটি টাকার অবৈধ পণ্য

    মোঃ ওমর সিয়ামঃ বেনাপোল বন্দরে ফেলে পালিয়ে যাওয়া ভারতীয় ট্রাক আড়াই মাস পরে তল্লাশী করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এসময় ট্রাকটিকে বিপুল পরিমানে ভারতীয় আমদানি নিষিদ্ধ মেডিসিন ও শাড়ি, কমমেটিকস পাওয়া যায়।  প্রাথমিক ধারনায় জব্দকৃত পণ্যের বাজার মুল্য কয়েক কোটি টাকা হতে পারে।

    সোমবার (১৫ ডিসেম্বর) বিকাল ৫ টার দিকে ট্রাকটির সিলগালা ভেঙে তল্লাশী করে কাস্টস কর্তৃপক্ষ। এসময় সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থ্যার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    এর আগে গত ২৩ সেপ্টম্বর বন্দর কর্তৃপক্ষের সন্দেহ হলে তারা ট্রাকটি থামতে বললে বেনাপোল বন্দরের কার্গোভেহিকেল টার্মিনালে ভারতীয় ট্রাকটি( নম্বর HR-3811248)  ফেলে পালিয়ে যায় চালক।

    বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার সাকিবুর রহমান জানান, প্রাথমিক পরীক্ষণে গাড়ির ভেতর ভারতীয় বিভিন্ন ধরনের ওষুধ, শাড়ি, থ্রি-পিস এবং বাজি (পটকা) পাওয়া গেছে।


  • বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাকে কোটি টাকার অবৈধ পণ্য

    মোঃ ওমর সিয়ামঃ বেনাপোল বন্দরে ফেলে পালিয়ে যাওয়া ভারতীয় ট্রাক আড়াই মাস পরে তল্লাশী করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এসময় ট্রাকটিকে বিপুল পরিমানে ভারতীয় আমদানি নিষিদ্ধ মেডিসিন ও শাড়ি, কমমেটিকস পাওয়া যায়।  প্রাথমিক ধারনায় জব্দকৃত পণ্যের বাজার মুল্য কয়েক কোটি টাকা হতে পারে।

    সোমবার (১৫ ডিসেম্বর) বিকাল ৫ টার দিকে ট্রাকটির সিলগালা ভেঙে তল্লাশী করে কাস্টস কর্তৃপক্ষ। এসময় সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থ্যার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    এর আগে গত ২৩ সেপ্টম্বর বন্দর কর্তৃপক্ষের সন্দেহ হলে তারা ট্রাকটি থামতে বললে বেনাপোল বন্দরের কার্গোভেহিকেল টার্মিনালে ভারতীয় ট্রাকটি( নম্বর HR-3811248)  ফেলে পালিয়ে যায় চালক।

    বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার সাকিবুর রহমান জানান, প্রাথমিক পরীক্ষণে গাড়ির ভেতর ভারতীয় বিভিন্ন ধরনের ওষুধ, শাড়ি, থ্রি-পিস এবং বাজি (পটকা) পাওয়া গেছে।


  • অন্তরঙ্গ স্টোর আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান

    অন্তরঙ্গ স্টোর আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান


  • উন্নত সেবা নিশ্চিতে বুরুজবাগান (প্রাঃ) জেনারেল হাসপাতাল

    উন্নত সেবা নিশ্চিতে বুরুজবাগান (প্রাঃ) জেনারেল হাসপাতাল


  • উন্নত সেবার আর এক নাম সেবা ক্লিনিক

    আপনি উন্নাত চিকিৎসা পেতে চান তাহলে আজই চলে আসুন শার্শার নাভারণ বাজারে সেবা ক্লিনিকে। উন্নত প্রযুক্তির মেশিন সরঞ্জামাদি, অভিজ্ঞ ডাক্তার দিয়ে সেবা দিতে ২৪ ঘন্টা খোলা আছে জন মানুষের বন্ধু সেবস ক্লিনিক এন্ড ডায়গনস্টিক সেন্টার, নাভারণ বাজার, শার্শা, যশোর।


  • সারসা বার্তার মিটিং

    ১২ আগস্ট বিকাল ৪টায় সারসা বার্তা পরিবারের সভা অনুষ্ঠিত হয়েছে বেনাপোল অফিসে।

বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাকে কোটি টাকার অবৈধ পণ্য

আরো ফটো অ্যালবাম

আরও দেখুন