আওয়ামী লীগ প্রসঙ্গে যা বলেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট


Sarsa Barta প্রকাশের সময় : নভেম্বর ২০, ২০২৪, ৭:০৯ পূর্বাহ্ণ /
আওয়ামী লীগ প্রসঙ্গে যা বলেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট

বাংলাদেশের পতিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগ নিয়ে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার। সোমবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশে কথিত ‘সংখ্যালঘু নির্যাতন’, গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা হারানো দল আওয়ামী লীগের সমাবেশে বাধা প্রদান প্রসঙ্গে মিলারের কাছে প্রশ্ন করেন ভারতীয় এক সাংবাদিক।

সেখানে তিনি মিলারের কাছে জানতে চান, বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক সমাবেশে হামলার কথা শোনা যাচ্ছে। সেখানকার সহিংসতার খবর উদ্বেগজনক। বিশেষ করে আওয়ামী লীগের শান্তিপূর্ণ সমাবেশে নারীদের ওপর হামলা, সাংবাদিকদের আটকসহ তাদের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের সমালোচকরা বলছেন, আগস্টে শিক্ষার্থীদের ‘মুনসুন বিপ্লবের’ মাধ্যমে পরিস্থিতি আগের পর্যায়ে ফিরিয়ে নিয়ে যাচ্ছে যেখান থেকেই সকল কিছুর সূত্রপাত হয়েছিল।

আমরা এ বিষয়ে ভেদান্ত প্যাটেলের নিন্দা শুনেছি। এই ইস্যুতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে আপনার কি কোনো আলোচনা হয়েছে? জবাবে মিলার বলেন, আমি বাংলাদেশের সঙ্গে ব্যক্তিগত পর্যায়ের কূটনৈতিক বোঝাপড়ার বিষয়ে কিছু বলতে চাচ্ছি না, তবে আমরা বাংলাদেশ সরকারকে স্পষ্ট করে দিয়েছি যেমনটি আমরা গোটা বিশ্বের দেশগুলোর কাছেই স্পষ্ট করি। আমরা শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারকে সমর্থন করি এবং যে কোনোভাবেই হোক শান্তিপূর্ণ বিক্ষোভে সরকারের দমন-পীড়ন চালানো উচিত নয়।

ওই সাংবাদিক আরও জানতে চান, বাংলাদেশের সংবিধান থেকে ‘ধর্মনিরপেক্ষতা’ শব্দটি বাদ দেয়ার জন্য চাপ দেয়া হচ্ছে, এ বিষয়ে আপনারা কি ভাবছেন? জবাবে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র বলেন, আমি এ বিষয়টি নিয়ে পরে কথা বলব যদি দেখি যে, এ বিষয়ে কোনো কিছু বলার আছে।