আগামীর সংসদ মানুষের আকাঙ্খা বাস্তবায়নের সংসদ বললেন জোনায়েদ সাকি


Sarsa Barta প্রকাশের সময় : জানুয়ারি ৩, ২০২৬, ১০:০৫ অপরাহ্ণ /
আগামীর সংসদ মানুষের আকাঙ্খা বাস্তবায়নের সংসদ বললেন জোনায়েদ সাকি

আগামী যে সংসদ হচ্ছে তা মানুষের আকাঙ্খা বাস্তবায়নের সংসদ বলে জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। শনিবার (৩ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এরপর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করেন।

জোনায়েদ সাকি বলেন, রক্তস্নাত অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে বাংলাদেশের গণতন্ত্রের পথ রচনা করা হয়েছে। মূলত অভ্যুত্থান হয়েছিল দেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য। ফলে আগামী সংসদ হচ্ছে মানুষের আকাঙ্খা বাস্তবায়নের সংসদ। এটি যেমন জাতীয় নির্বাচন তেমনি সংসদ সংস্কার পরিষদেরও নির্বাচন।

তিনি বলেন, যে জুলাই জাতীয় সনদ তৈরি হয়েছে তার ভিত্তিতে আগামী সংসদে আমাদের সংবিধান সংস্কার হবে। তার ভিত্তিতে বাংলাদেশ পরিচালিত হবে। একটা সুস্থ ও শান্তিপূর্ণ প্রতিযোগিতার মধ্য দিয়ে জনগণের ভোটে যারাই নির্বাচিত হোক, তারা যেন সংসদে গিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে পারে। আমরা আশা করি একটি ভালো নির্বাচন হবে এবং এই নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারবে।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনটি জোটের শরিক দল গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির জন্য ছেড়ে দিয়েছে বিএনপি।