

আবু বক্কর সিদ্দীক রাঃ বালক /বালিকা ক্বওমী মাদ্রাসা উলাশী, খালপাড়া, শার্শা,,যশোরএর বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
২০২৫ শিক্ষাবর্ষে প্লে থেকে ৩য় শ্রেনী পর্যন্ত ১১০ জন শিক্ষার্থী পরিক্ষায় অংশ গ্রহন করে এবং তন্মধ্যে ১৬ জন শিক্ষার্থী সিরিয়াল প্রাপ্ত হয়ে পুরুষ্কার গ্রহন করেন। এবং ২০ জন শিক্ষার্থী A+ পেয়ে পুরুষ্কার গ্রহন করে। বাকি শিক্ষার্থীরা ভাল নাম্বার পেয়ে পাস করে।
বার্ষিক পরীক্ষার ফলাফল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সারসা থেকে প্রকাশিত সারসা বার্তার সম্পাদক কবি আব্দুস সালাম গফফার, এবং বিশেষ অতিথি ছিলেন সারসা বার্তার সহ: প্রধান সম্পাদক ফিরোজ মেহেদী।
মাদ্রাসাটি প্রতিষ্ঠার তারিখ ২১/১০/২০২১ খ্রীস্টাব্দ। শিক্ষক ০৫ এবং শিক্ষকা ০৫ সর্বমোট ১০ জন। ছাত্র /ছাত্রীর সংখ্যা মোট ২০০ শতর বেশী। মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন সারসা বার্তার সম্পাদক মহোদয়।
বিভাগ সমুহ নুরানি প্লে থেকে ৩য় শ্রেনী পর্যন্ত। ২০২৫ শিক্ষাবর্ষে প্লে থেকে ৩য় শ্রেনীর পর জামাত বিভাগ এবং ৪র্থ থেকে ৮ম শ্রেণী পর্যায়েক্রমে সামনে বাড়ানো হবে।
হেফজ বিভাগ বালক ও বালিকা শাখা আলাদা আলাদা পাঠদান করানো হয়। আবাসিক ছাত্র ছাত্রী দের জন্য তিন বেলা স্বাস্থ্য সম্মত খানার ব্যবস্হা মাদ্রাসার বোডিং থেকে করা হয়। অনাবাসিক ছাত্র ছাত্রীদের জন্য চতুর দিকে পরিবহনের ব্যবস্হা আছে। বর্তমান মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা ১০ জন। প্রতিষ্ঠাতা জনাব মোঃ জামাল উদ্দিন।প্রধান শিক্ষক মুফতি আমীর হামজা।
আপনার মতামত লিখুন :