ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করবে না ইরান এর ফলে ফের হামলার হুঁশিয়ারি দিল ট্রাম্প


Sarsa Barta প্রকাশের সময় : জুলাই ২২, ২০২৫, ১০:১৯ পূর্বাহ্ণ /
ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করবে না ইরান এর ফলে ফের হামলার হুঁশিয়ারি দিল ট্রাম্প

ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তারা তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করবে না। দেশটি বলেছে, তাদের এই পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং এটি জাতীয় গর্বের প্রতীক। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, প্রয়োজনে আবারও সামরিক হামলা চালানো হবে। মঙ্গলবার (২২ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

গত ২২ জুন যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা বড় ক্ষতির সম্মুখীন হয়, যার মধ্যে ভূগর্ভস্থ ফোর্দো কেন্দ্রও রয়েছে। এই হামলা মূলত ইসরায়েলের সঙ্গে ইরানের ১২ দিনের সংঘাতের প্রতিক্রিয়ায় পরিচালিত হয়। হামলার পরও ইরান ঘোষণা দিয়েছে যে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়া বন্ধ করা সম্ভব নয়, কারণ এটি তাদের বৈজ্ঞানিক অর্জনের ফসল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, “এই মুহূর্তে ক্ষতির কারণে সমৃদ্ধকরণ বন্ধ আছে, তবে এটাকে স্থায়ীভাবে ত্যাগ করা অসম্ভব।” তিনি জোর দিয়ে বলেন, ভবিষ্যতের যেকোনও চুক্তিতে ইরানের এই অধিকার স্বীকৃত হতে হবে।

আরাগচি আরও জানান, বিমান হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে ‘গভীর ক্ষতি’ হলেও প্রযুক্তিগত জ্ঞান ধ্বংস করা যায়নি। তিনি বলেন, “আমাদের পারমাণবিক প্রযুক্তি বাইরের কিছু নয়, এটি বোমা ফেলে মুছে ফেলার নয়।” অন্যদিকে ট্রাম্প তাঁর সোশ্যাল প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যালে’ পোস্ট করে হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমি যা বলেছি, তা করেছি, এবং প্রয়োজনে আবারও করবো!”

তিনি সিএনএনের একটি প্রতিবেদন নিয়ে ক্ষোভ প্রকাশ করে সংশ্লিষ্ট সাংবাদিককে বরখাস্ত করার দাবি জানান। এদিকে, ইরানের পরমাণু শক্তি সংস্থা এখনো ক্ষয়ক্ষতির পূর্ণ পরিমাণ যাচাই করছে। আরাগচি আরও বলেন, মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে যদি গঠনমূলক আলোচনা হয়, তবে ইরান আলাপ-আলোচনায় বসতে প্রস্তুত। তথ্যসূত্র : টিআরটি ওয়ার্ল্ড