মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইরানকে পরমাণু অস্ত্রের মালিক হতে দেবে না যুক্তরাষ্ট্র। ইরানের পরমাণু কর্মসূচি রুখতে একটি যৌথ ঘোষণায় সই করেছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ইসরাইলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদ ঐ ঘোষণায় সই করেছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই বাইডেনের প্রথম মধ্যপ্রাচ্য ও ইসরাইল সফর। এই সফরে বাইডেন ফিলিস্তিনির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গেও সাক্ষাত করবেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ঐ যৌথ ঘোষণায় ইসরাইলে মার্কিন সামরিক সহায়তা অব্যাহত রাখতে ওয়াশিংটনের অঙ্গীকারের বিষয়টিও অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে।
এর আগে, ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে ইসরাইলকে যুক্তরাষ্ট্রের তরফ থেকে রেকর্ড পরিমাণ ৩৮ বিলিয়ন ডলার সামরিক সহায়তা দিতে একটি চুক্তি স্বাক্ষর করে। ঐ চুক্তির মেয়াদ ধরা হয়েছিল ১০ বছর। এ নিয়ে তেহরানের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য করা হয়নি।
এদিকে বাইডেন বলেছেন, ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকার চেয়ে খারাপ কিছু হতে পারে না। আমরা যদি চুক্তিতে ফিরে যেতে পারি তবে আমরা তাদের শক্ত করে ধরতে পারব।
ইরানের পরমাণু কর্মসূচি নিয়ন্ত্রণে আনতে ২০১৫ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার চেষ্টায় দেশটির সঙ্গে চুক্তি সই হয়েছিল। ২০১৮ সালে ট্রাম্প সেই চুক্তি থেকে বেরিয়ে আসেন। এই চুক্তি বাঁচাতে এখন আলোচনা চলছে।
আপনার মতামত লিখুন :