ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের ফের অনুমতি চেয়েছে আইএইএ


Sarsa Barta প্রকাশের সময় : জানুয়ারি ২২, ২০২৬, ৮:১৭ পূর্বাহ্ণ / ০ Views
ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের ফের অনুমতি চেয়েছে আইএইএ

জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি ইরানকে অবিলম্বে নিখোঁজ উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের বিষয়ে বিস্তারিত প্রতিবেদন জমা দিতে এবং সাম্প্রতিক বোমা হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছেন।

সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামে বক্তব্য রাখার সময় গ্রোসি সতর্ক করে বলেন, এই অচলাবস্থা অনির্দিষ্টকাল চলতে পারে না এবং একটা সময় তাকে স্বীকার করতে হতে পারে যে এই বিপজ্জনক উপাদানগুলো কোথায় আছে, তা তার জানা নেই।

আইএইএ জানিয়েছে, সাম্প্রতিক সময়ে ইরানের ঘোষিত ১৩টি পারমাণবিক স্থাপনা তারা পরিদর্শন করেছে, যেগুলো হামলায় ক্ষতিগ্রস্ত হয়নি। তবে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বোমা হামলায় ক্ষতিগ্রস্ত নাতানজ, ফোর্দো এবং ইসফাহানের মতো তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনার বর্তমান পরিস্থিতি এখনো যাচাই করা সম্ভব হয়নি। গ্রোসি জোর দিয়ে বলেন, এসব স্থাপনায় আসলে কী ঘটেছে এবং সেখানে থাকা ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ প্রায় ৪৪০ দশমিক ৯ কেজি ইউরেনিয়ামের বর্তমান অবস্থান কী, সে বিষয়ে ইরানকে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। সংস্থার মানদণ্ড অনুযায়ী, এই পরিমাণ ইউরেনিয়াম যদি আরও সমৃদ্ধ করা হয়, তবে তা দিয়ে তাত্ত্বিকভাবে প্রায় ১০টি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব।

গত সাত মাস ধরে ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত যাচাই করা যায়নি, যদিও নিয়ম অনুযায়ী মাসিক ভিত্তিতে এই পরিদর্শন হওয়ার কথা ছিল। পরিদর্শনে বিলম্বের কারণ হিসেবে গ্রোসি ইরানের সাম্প্রতিক অভ্যন্তরীণ বিক্ষোভ ও অস্থিতিশীলতার কথা উল্লেখ করেন। তবে ইরানি কর্মকর্তারা জানিয়েছেন যে দেশের পরিস্থিতি এখন শান্ত রয়েছে, ফলে শিগগিরই পরিদর্শকদের কাজ পুনরায় শুরু করার সুযোগ তৈরি হতে পারে। গ্রোসি স্মরণ করিয়ে দেন যে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি মেনে চলা কোনো ঐচ্ছিক বিষয় নয়, বরং এটি বাধ্যতামূলক।

আপাতত পারমাণবিক উপাদান সরিয়ে নেওয়ার কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া না গেলেও স্বচ্ছতা বজায় রাখতে ইরানের সহযোগিতা অপরিহার্য বলে মন্তব্য করেন আইএইএ প্রধান। তিনি জানান, অচলাবস্থা কাটাতে আগামী দিন বা সপ্তাহের মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে তার বৈঠকের পরিকল্পনা রয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের দূত স্টিভ উইটকফের নেতৃত্বে চলমান কূটনৈতিক উদ্যোগের কথাও উল্লেখ করেন তিনি, যার লক্ষ্য হলো নতুন কোনো সামরিক সংঘাতের আশঙ্কা ছাড়াই একটি সমঝোতায় পৌঁছানো।