নুরুল আমিন । নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে শুক্রবার (১১ এপ্রিল) জুম্মার নামাজের পর ইসরায়েলী গণহত্যার প্রতিবাদ ও স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠন এবং ইসরায়েলী পন্য বর্জনের আহবানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়নটির সাধারণ জনতার আহবানে সাড়া দিয়ে বিভিন্ন মসজিদের মুসুল্লিরা মিছিল সহকারে গাজায় ইসরায়েলী গণহত্যার প্রতিবাদী স্লোগান দিতে দিতে বালিয়াডাংগা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে হোসেনপুর রোডের ত্রিমোহনায় সমাবেশে মিলিত হয়।
মাওলানা জিয়াউর রহমানের সঞ্চালনায় সমাবেশটিতে বক্তারা ইস্রাইলী অবৈধ আগ্রসন বন্দ এবং নির্বিচারে নারী শিশু হত্যার তিব্র সমালোচনা করে অবিলম্বে আগ্রসন বন্দে বাংলাদেশ সরকার সহ বিশ্ব নেতাদের কার্যকর উদ্যোগ গ্রহনের আহবান জানান এবং ইস্রাইলী সকল পণ্য বর্জনের জন্য ব্যবসায়ী সহ ভোক্তাদের প্রতি আবেদন জানান। তারা স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠন ও ইসরায়েলী হত্যাযজ্ঞের বিচার দাবি করেন।
সমাবেশটিতে বক্তব্য রাখেন মাওলানা ইন্তাজ আলী, মাওলানা সিদ্দিক হাসান, মাওলানা রওশান আলী কাগজী, আব্দুল আজিজ গাইন, মাওলানা হাবিবুল্লাহ, আব্দুল কাদের, আতিক হাসান প্রমুখ।
আপনার মতামত লিখুন :