এ কেমন শত্রুতা!! কদবেল গাছের ছাল উঠিয়ে লবন দিল দূর্বিত্তরা


Sarsa Barta প্রকাশের সময় : জুন ১৪, ২০২২, ১০:৫৩ অপরাহ্ণ /
এ কেমন শত্রুতা!! কদবেল গাছের ছাল উঠিয়ে লবন দিল দূর্বিত্তরা

নুরুল আমিন, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগরের পল্লীতে গত সোমবার (১৩ জুন) দিবাগত গভীর রাতে কদবেল গাছের ছাল (বাকল) উঠিয়ে লবন দিয়েছে দূর্বিত্তরা।

ইউনিয়নটির উত্তর রঘুনাথপুর গ্রামের মাওলা বক্স সরদারের পুত্র ইয়াছিন সরদার অভিযোগ করে বলেন, জমি জমা সংক্রান্ত শত্রুতার জের ধরে আমাকে প্রতিপক্ষরা বিভিন্ন সময়ে হুমকি দিয়ে আসছিল তারই ধারাবাহিকতায় গত রাত্রে সুযোগ বুঝে আমার বসত বাড়ির প্রাচীর সংলগ্ন কদবেল গাছগুলির ছাল উঠিয়ে লবন দিয়ে তাদের ঘৃণ্য উদ্দেশ্য চরিতার্থ করেছে দুষ্কৃতিকারীরা।
স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গদের কে বিষয়টি অবহিত করেছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী ইয়াছিন। পল্লীতে এমন ঘটনায় জনমনে তীব্র ক্ষোভ বিরাজ করছে। দোষীদের কে খুজে বের করে শাস্তি নিশ্চিত করার দাবী জানিয়েছেন সচেতন মহল।