এআই বড় হুমকি হতে পারে আসন্ন নির্বাচনে: সিইসি


Sarsa Barta প্রকাশের সময় : জুলাই ২৬, ২০২৫, ১:৫০ অপরাহ্ণ /
এআই বড় হুমকি হতে পারে আসন্ন নির্বাচনে: সিইসি

নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা রক্ষায় প্রযুক্তি নির্ভর হস্তক্ষেপের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। তবে কমিশন এ বিষয়ে সজাগ রয়েছে। শান্তিপূর্ণ, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনই আমাদের মূল লক্ষ্য। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে একটি বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিতে পারে। তিনি বলেন, এটি এমন এক আধুনিক হুমকি, যা কখনও কখনও অস্ত্রের চেয়েও ভয়ংকর হয়ে উঠতে পারে।

শনিবার (২৬ জুলাই) সকালে খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। সিইসি বলেন, নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা রক্ষায় প্রযুক্তি নির্ভর হস্তক্ষেপের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। তবে কমিশন এ বিষয়ে সজাগ রয়েছে। শান্তিপূর্ণ, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনই আমাদের মূল লক্ষ্য।

তিনি আরও জানান, নির্বাচনের পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে সন্ত্রাস দমন, অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালিত হবে। “আমরা চাই দিনের আলোয় নির্বাচন হোক, যেন মানুষ জানে—কোন কিছু গোপনে হচ্ছে না। স্বচ্ছতার ভিত্তিতে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনই আমাদের অঙ্গীকার,” বলেন সিইসি।

তিনি আরও বলেন, “ভবিষ্যৎ প্রজন্মের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক ধারাবাহিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আমরা গ্রহণযোগ্য নির্বাচন দিতে না পারি, তাহলে দেশের ভবিষ্যৎ প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে।”

মতবিনিময় সভায় খুলনা বিভাগের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।