এস্তেহারের দেয়াল
।।মনিরুজ্জামান মনির।।
এঁটো মুখখানা ধোঁয়া হয়নি তখনও-
মা বল্লি জলদি লে-খাবার বেলা হলো
কামিনরা সব কামে চল্লো
আমি আঁকি -বুকি উঠনের পানে চেয়ে
একটি শালিক পায়ের দু- পাতাহীন
আজন্ম বিদ্রোহী মনে হলো তাকে
জীবন যুদ্ধে জীবন্ত লড়াকু প্রতিচ্ছবি
ওঁরাও মৈত্রীচুক্তির আওতায় কি?
এখনো আফোটা আফিমের বীজ
নেশা চড়ে আছে আপতিত
মাছের তেলে মাছ ভাজে ওঁরা
পাখিটা ঢের ভালো এঁদের চেয়ে ও
কাকাই গঞ্জে যেতি হবি ওঠো দেখিনি
ছোট বাবুরে হুস্কুলের দেরি হচ্চি।
ভাবছি ওই পাখিটার মতো কত প্রতিবন্ধী
সমাজের বুকে চরে বেড়াচ্ছে অহরহ।
ভাত ঘূম শেষে উঠে দেখি চেয়ে
মানুষের চৌদ্দ ইন্দ্রিয় ওঁদের আয়ত্তে
অরূ কলো কচ্চ কি?দেশ যে গেল রসাতলে
ফিরে আসুক সুবোধ এস্তেহারের দেয়ালে
নতুন ধারায় নতুন পৃথিবীর সূচনায়
সুমার চোখ হতে ঝরা এক ফোঁটা জলে।
আপনার মতামত লিখুন :