ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শার্শায় বিজয় র‍্যালি অনুষ্ঠিত


Sarsa Barta প্রকাশের সময় : আগস্ট ৫, ২০২৫, ১০:৪৪ অপরাহ্ণ /
ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শার্শায় বিজয় র‍্যালি অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টঃ যশোরের শার্শায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলা বিএনপি, ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ই আগস্ট) বিকাল ৫টায় শার্শা উপজেলার নাভারন বাজারে এই র‍্যালি অনুষ্ঠিত হয়। এতে বিএনপির দলীয় নেতাকর্মীরা জাতীয় পতাকা ও দলীয় পতাকা নিয়ে রং মেখে র‍্যালিতে অংশ নেয়।

উক্ত বিজয় র‍্যালিতে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক, সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, সালাউদ্দিন আহমেদ, মোস্তফা কামাল মিন্টু, যুবদলের আহ্বায়ক মোস্তাফিজোহা সেলিম ও সদস্য সচিব ইমদাদুল হক।

এছাড়াও র‍্যালিতে অংশ নেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক সেলিম হোসেন আশা, কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম, ছাত্রদলের আহ্বায়ক চয়ন, সদস্য সচিব সবুজ হোসেন খান এবং শ্রমিক দলের নেতা আব্দুল হান্নানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। র‍্যালিটি নাভারন বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা মোড়ে জড়ো হয়ে সংক্ষিপ্ত পথসভা করে বক্তব্য রাখেন নেতৃবৃন্দ। বক্তারা দলীয় নেতাকর্মীদের নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে বলেন। একই সাথে আওয়ামীগারদের বোগল দাবা করে পথ চলার অভ্যাস ত্যাগ করতে বলেন।