কবিতা : আব্দুস সালাম গফফার


Sarsa Barta প্রকাশের সময় : সেপ্টেম্বর ৯, ২০২৫, ৭:০৩ পূর্বাহ্ণ /
কবিতা : আব্দুস সালাম গফফার

“আব্দুস সালাম গফফার” স্যারকে –

।।মো: মেহেদী হাসান টিটু।।

কলম হাতে যিনি রাখেন সত্যের দীপ

অন্যায়ের অন্ধকারে জ্বালেন আলোর নীপ।

তিনি আব্দুস সালাম গফফার, সবার আশা,

সারসা বার্তার সম্পাদক সাহসের ভাষা।

গ্রামের কথা মানুষের প্রাণ,

তুলে ধরেন তিনি প্রতিদিন জ্ঞাণ।

সত্যের পথে অটল তার কলম,

জনতার কণ্ঠস্বর, ন্যায়ের সম্মান।

গণ মানুষের প্রতিনিধি, সাহসী সংবাদ,

তার লেখায় জাগে,ন্যায়ের উন্মাদ।

আব্দুস সালাম গফফার নামে আছে গান,

সম্পাদক তিনি মানুষের প্রাণ।