নিজস্ব প্রতিবেদকঃ “বাংলাদেশের গাছ, বাংলাদেশের প্রাণ, গাছ লাগান, বাংলাদেশকে বাঁচান” এই প্রতিপ্রাদ্যকে সামনে রেখে কলারোয়ায় বিনামূল্যে ছাত্র- ছাত্রীদের মাঝে ফলদ, বনজ, ঔষধি গাছের চারা বিতরণ ও গুনিজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলার সুলতানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সুলতানপুর পরিবারের আয়োজনে ও বাংলাদেশ ফুল উৎপাদক ও বিপনন সমবায় সমিতির সাধারণ সম্পাদক ও মীর লুৎফর রহমান এতিমখানার সাধারণ সম্পাদক মীর ফারুখ আহম্মদের সার্বিক সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে সুলতানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ,এস,এম আসাদুর রহমানের সঞ্চালনায় এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসার ও অত্র বিদ্যালয়ে সভাপতি এস,এম মফিজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রঘুনাথনগর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুল ওহাব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝিকরগাছার এস,কে ডায়াগনষ্ঠিক সেন্টার এন্ড ক্লিনিকের পরিচালক হাবিবুর রহমান হাবিব, বিশিষ্ট সমাজসেবক ও সাদা মনের মানুষ খ্যাত সায়েদ আলী, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি জিয়াদ আলী গাজি, জামায়াতের রোকন আলহাজ্ব মিজানুর রহমান,সুলতানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক এরশাদ আলী, তৌহিদুর রহমানসহ অন্যান্যরা।
পরে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে দুই শতাধিক ফলদ,বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। একই সাথে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় ৮জনকে গুনিজন সংবর্ধনা সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
আপনার মতামত লিখুন :