সোহেল রানাঃ কলারোয়ায় শাকদা গ্রাম বাসীর উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রঘুনাথনগর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুল ওহাব এর সার্বিক সহযোগিতায় দিনব্যাপী শাকদা বাজার ঢালী মার্কেটে এ ক্যাম্পিংয়ের আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষাবিদ আতাউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফুল উদপাদক ও বিপনণ সমবায় সমিতির যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক ও পানিসাড়া মীর লুৎফর রহমান এতিমখানার সাধারণ সম্পাদক মীর ফারুক আহমেদ, বিশিষ্ট সমাজসেবক ও সাদা মনের মানুষ খ্যাত সায়েদ আলী,তরুন উদ্যোক্তা নিশিতা নাজনীন নীলা,আব্দুস সাত্তার, মেহেদী হাসান, নাইম হোসেন, আনার আলী, নাজমা বেগম সহ আরও অনেকে।
এ সময় মেডিকেল ক্যাম্পিংয়ে ৪জন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের মাঝে বিনামূল্যে ফ্রী চিকিৎসা সেবা প্রদান করেন।
আপনার মতামত লিখুন :