কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ে পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও নবীন বরণ 


Sarsa Barta প্রকাশের সময় : ফেব্রুয়ারি ২৭, ২০২৫, ৮:২২ পূর্বাহ্ণ /
কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ে পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও নবীন বরণ 
নুরুল আমিন। কালিগঞ্জ প্রতিনিধি: কালিগজ্ঞ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া এবং  ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।   মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি সকাল ১০টায় বিদ্যালয়ের প্রাঙ্গনে এ সংবর্ধনা ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বাছাড় এর সভাপতিত্বে অনুষ্ঠানটিতে  প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান।  অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের পর অতিথিদের বরণ ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের রজনীগন্ধার ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এছাড়া বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে উপহার সামগ্রী প্রদান করা হয়।
বিদায়ী শিক্ষার্থী ও নবীনদের উদ্দেশ্যে সংগীত পরিবেশন করে কণিকা সরকার ও নিত্যানন্দ সরকার এছাড়া অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা গান, কবিতা আবৃত্তি ও নৃত্য  পরিবেশন করে। বিদ্যালয় এর সহকারী শিক্ষক তুহিন হুদা ও ল্যাব সপ সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় মানপত্র পাঠ করেন বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী সাদিয়া সুলতানা হাসি।
ইংরেজিতে বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষার্থী মাহফুজা খাতুন। দোয়া অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা রায়হানুস সিদ্দিক।