কৃষ্ণনগরে সাতক্ষীরা জেলা পুলিশ সুপারের মতবিনিময় 


Sarsa Barta প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৪, ২০২৪, ৮:৪৮ পূর্বাহ্ণ /
কৃষ্ণনগরে সাতক্ষীরা জেলা পুলিশ সুপারের মতবিনিময় 
নুরুল আমিন।কালিগঞ্জ ( সাতক্ষীরা)  প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগরে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম মতবিনিময় করেছেন। শনিবার (২১ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় কৃষ্ণনগর বাজারের পূজা মণ্ডল সংলগ্ন তেমাথা মোড়ে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। কালিগঞ্জ থানা পুলিশ আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।
তিনি বলেন আমি জেলার মধ্য প্রথম কোন ইউনিয়নে মত বিনিময় করছি, ইউনিয়নটির অনেক তথ্যই আমার কাছে রয়েছে। এই ইউনিয়নকে সন্ত্রাস, চাঁদাবাজ ও অনিয়ম বিশৃঙ্খলা মুক্ত মডেল ইউনিয়ন হিসেবে উপহার দিতে পুলিশ প্রশাসন সর্বোত্তম প্রচেষ্টা অব্যাহত থাকবে। তিনি সকল শ্রেণি-পেশার মানুষকে অপরাধ দমনে সহযোগীতার আহবান জানান।
কালিগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রফিকুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান ও মোঃ আমিনুল ইসলাম।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা তালিমুল কুরআন বিভাগের সভাপতি অধ্যাপক মাওঃ নুরুজ্জামান হাবিবি, ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি মাওঃ মোস্তফা ইউসুফ আলম, বিএনপি নেতা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জি এম রবিউল্যাহ বাহার, কৃষ্ণনগর বিএনপির আহবায়ক আব্দুল আজিজ গাইন, আল মাহমুদ ছোট্ট, মোঃ শহিদুল ইসলাম, কৃষ্ণনগর পূজা মণ্ডলের সভাপতি ডাঃ দিপক প্রমুখ।