কেশবপুরে প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত


Sarsa Barta প্রকাশের সময় : নভেম্বর ২৬, ২০২৫, ১০:২২ অপরাহ্ণ /
কেশবপুরে প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ যশোর জেলার কেশবপুর উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তরের আয়োজনে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর ২০২৫) সকালে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের অর্থায়ণে উপজেলা প্রশাসন ও প্রাণীসম্পদ দপ্তর কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় চত্বরে প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী আয়োজন করে।

উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ অলোকেশ কুমার সরকার এর সভাপতিত্বে শুভ উদ্বোধন করেন
উপজেলা নির্বাহী অফিসার জনাব রেকসোনা খাতুন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সুদীপ বিশ্বাস, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল্ল্যাহ আল মামুন, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ আবু তালেব,খামারি আব্দুস সাত্তার প্রমূখ।প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন এলাকার খামারীরা ৩০টি স্টলে তাদের উন্নতজাতের পশু পাখি প্রদর্শন করেন।