‘কোনো অবস্থাতেই পেশি শক্তি ব্যবহার করা উচিত হবে না’-মুফতী ফয়জুল করীম


Sarsa Barta প্রকাশের সময় : ফেব্রুয়ারি ৬, ২০২৫, ১১:৩৯ অপরাহ্ণ /
‘কোনো অবস্থাতেই পেশি শক্তি ব্যবহার করা উচিত হবে না’-মুফতী ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বুদ্ধিবৃত্তিকের মাধ্যমে পরিস্থিতি কন্ট্রোল করতে হবে। কোনো অবস্থাতেই সরকার যদি ভুল কোনো সিদ্ধান্ত নেন, তাহলে ভুলের মধ্যে আমরাও নিমজ্জিত হবো, সরকারও নিমজ্জিত হবে এবং দেশও রসাতলে যাবে।

এজন্য আমি মনে করি, সরকারের বুদ্ধি এবং বিবেকের সঙ্গে কাজ করা উচিত। কোনো অবস্থাতেই পেশি শক্তি ব্যবহার করে কাজ করা উচিত হবে না।

আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ নগর সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতী ফয়জুল করীম বর্তমান সরকারের উদ্দেশ্যে বলেন, শক্ত হাতে দেশ পরিচালনা করেন। দুর্বল হাতে এই দেশ চালানো সম্ভব নয়। শক্ত হাতে দেশ পরিচালনা না করলে এমন বিপদে পড়বেন, যে বিপদ থেকে আপনি রক্ষা পাবেন না এবং গোটা জাতিও রক্ষা পাবে না। তিনি আরও বলেন, কোনো অবস্থাতেই যদি দুর্বলতা প্রকাশ করেন তাহলে এই জাতি নিমজ্জিত হবে। আশা-আকাঙ্খা সবকিছু ভেসে যাবে। এই দুর্ভাগা জাতি আবারও দুর্ভোগের মধ্যে পড়ে যাবে। দেশকে স্থিতিশীল করার জন্য প্রশাসনকে কন্ট্রোল করুন। প্রশাসন কন্ট্রোল করতে না পারলে অবস্থা খুবই খারাপ হবে, যেটা আপনি চিন্তাও করতে পারবেন না।

তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় দেশ ও জাতির কল্যাণে যুব শক্তির ইতিবাচক ব্যবহারের পক্ষে কাজ করে যাচ্ছে। দেশের তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে শিক্ষা, দক্ষতা ও আত্মোন্নয়নের মাধ্যমে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে ইসলামী আন্দোলন বাংলাদেশ নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মাদ আল-আমিন সোহাগের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মাদ ওয়ালিউল্লাহ্ তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলান বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মুফতী মানসুর আহমাদ সাকি। আরো বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব আব্দুর রহমান, এমদাদুল ফেরদৌস ও আব্দুল আউয়াল মজুমদার।