খালেদা জিয়াকে নিতে কাতার আমিরের এয়ার অ্যাম্বুলেন্স এসেছে ঢাকায়


Sarsa Barta প্রকাশের সময় : জানুয়ারি ৬, ২০২৫, ৯:৩৮ অপরাহ্ণ /
খালেদা জিয়াকে নিতে কাতার আমিরের এয়ার অ্যাম্বুলেন্স এসেছে ঢাকায়

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার জন্য কাতার আমিরের বিশেষ বিমান এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছেছে।

সোমবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এটি অবতরণ করে।

বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিমানবন্দরে উপস্থিত থেকে এয়ার অ্যাম্বুলেন্সটিকে স্বাগত জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ড. এনামুল হক চৌধুরী।