

খুলনা বিভাগীয় কমিশনার ও খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক মো. ফিরোজ সরকারকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার উপসচিব মোহাম্মদ রফিকুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথা জানানো হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এপিডি) আরফানুল হককে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন খুলনার বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার।
এর আগে ২০২৪ সালের ২৬ নভেম্বর ফিরোজ সরকারকে খুলনার বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে খুলনা বিভাগীয় কমিশনার হিসেবে কে যোগ দিবেন তা এখনও জানা যায়নি।
আপনার মতামত লিখুন :