খুলনা মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদককে গ্রেপ্তার করেছে পুলিশ


Sarsa Barta প্রকাশের সময় : আগস্ট ২১, ২০২৫, ৮:০৬ পূর্বাহ্ণ /
খুলনা মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদককে গ্রেপ্তার করেছে পুলিশ

নিষিদ্ধ ছাত্রলীগের খুলনা মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক ভাঙচুর, চাঁদাবাজিসহ একাধিক মামলার আসামী বায়েজিদ সিনহাকে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকালে বরিশাল থেকে নগর গোয়েন্দা পুলিশের একটি টিম গ্রেপ্তার করেছে।

নগর গোয়েন্দা পুলিশের ওসি তৈমুর আলম জানান, খুলনা সদর থানার রয়্যাল মোড় এলাকার ফ্যাশান জোন লিন্ডার শোরুম ভাংচুর ও লুটপাট করার মামলার প্রধান আসামী বায়েজিদ সিনহা। গতকাল বুধবার কেএমপির বিশেষ শাখার তথ্যের ভিত্তিতে নগর গোয়েন্দা পুলিশের একটি টিম বরিশাল সদর থেকে তাকে আটক করতে সক্ষম হয়েছে।

সুত্র জানায়, সে নিজেকে গত দশ বছর খুলনা জেলা জুড়ে ব্যাপক দখল, চাঁদাবাজি, মারামারি ও ভাংচুর, লুটপাট চালিয়েছে দাপটের সাথে। তার বিরুদ্ধে নগরীর কয়েক থানায় মামলা রয়েছে। বড় বাজার মুড়ি পট্টির একটি ভবনে ছিল তার দখলকৃত একটি অফিস। সেখান থেকে নিয়ন্ত্রণ করতো সকল অপকর্ম।

পুলিশ জানায়, হত দরিদ্র পিতার ছেলে হয়েও তার ছিল বিলাসী জীবন যাপন। সাবেক ফ্যাসিস্ট সরকারের শাসনামলে খুলনায় ছিল তার দুর্দান্ত দাপট। গত ৫ আগস্ট সাবেক আওয়ামী লীগ সরকারের পতনের পরই সে বিভিন্ন জায়গায় গা-ঢাকা দিয়েছিল।

আটক বায়েজিদ সিনহাকে বরিশাল থেকে খুলনায় ডিবি কার্যালয়ে রাতে নিয়ে আসা হয়েছে। যেহেতু রয়্যাল মোড়ের শোরুম ভাঙচুর ও লুটপাট মামলাটি এখন ডিবিতে রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং পরে তাকে আদালতে প্রেরণ করা হবে বলে ডিবির ওসি জানান। তার বিরুদ্ধে আরো কয়েকটি মামলা রয়েছে বলেও তিনি জানান।