গাজীপুরের কাশিমপুর মেট্রো থানার সারাব এলাকার বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শতাধিক যানবাহনে ভাঙচুর চালিয়েছেন শ্রমিকরা। এসময় ৪-৫টি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়।
সবশেষ তথ্য অনুযায়ী, সড়ক অবরোধ থাকায় রাত সাড়ে সাতটা পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
২২ জানুয়ারি বুধবার বিকেলে কালিয়াকৈর-নবী নগর সড়কের চক্রবতী মোজার মিল নামক এলাকায় এ ঘটনা ঘটে।
শিল্প পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আবু তালেব এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের কারখানা খুলে দেওয়ার দাবিতে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে পুলিশ।
পুুলিশ, শ্রমিক ও স্থানীয়রা জানান, বেক্সিমকো ইন্ডাষ্ট্রিয়াল পার্কের বন্ধ ১৬টি কারখানা খুলে দেওয়ার দাবিতে গত ডিসেম্বর মাস থেকে প্রায় ৪২ হাজার শ্রমিক কারখানার ভেতর ও কালিয়াকৈর নবী নগর সড়কে আন্দোলন করছেন।
গতকাল মঙ্গলবারও মোজার মিল এলাকায় শ্রমিকরা বিশাল সমাবেশ করে কারখানা খুলে দেওয়ার দাবি তোলেন। সেই ধারাবাহিকতায় আজ বুধবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা নবীনগর অংশ মহাসড়ক অবরোধ করেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা।
আপনার মতামত লিখুন :