গৃহকর্মী মারধরের কারণে পরীর বিরুদ্ধে জিডি


Sarsa Barta প্রকাশের সময় : এপ্রিল ৪, ২০২৫, ৯:৫৬ অপরাহ্ণ /
গৃহকর্মী মারধরের কারণে পরীর বিরুদ্ধে জিডি

সম্প্রতি ঢাকাই সিনেমার নায়িকা পরীমণির মেয়েকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে গৃহকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে পরীর বিরুদ্ধে। এই অভিযোগ তুলে ভুক্তভোগী পিংকি আক্তার ঢাকার ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। 

গতকাল বৃহস্পতিবার (৩ এপ্রিল) এই জিডিটি করেন পিংকি আক্তার। এ বিষয়ে ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল ইসলাম জিডির বিষয়টি নিশ্চিত করেন।

এসময় তিনি বলেন, চিত্রনায়িকা পরীমনির বাসার এক গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ বিষয়ে ওই গৃহকর্মী থানায় একটি জিডি করেছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।