ঘরে বসে আবেদন করলেই মাত্র ১০ দিনেই মিলবে থাইল্যান্ডের ভিসা


Sarsa Barta প্রকাশের সময় : জানুয়ারি ১৩, ২০২৫, ১০:৩২ পূর্বাহ্ণ /
ঘরে বসে আবেদন করলেই মাত্র ১০ দিনেই মিলবে থাইল্যান্ডের ভিসা

এখন থেকে থাইল্যান্ডের ভিসা পাওয়া আরও সহজ হচ্ছে। আগে যেখানে অপেক্ষা করতে হতো এক থেকে দেড় মাস এখন মাত্র ১০ দিনেই পাওয়া যাবে ভিসা। মোট ছয় ধাপে অনলাইনেই করা যাবে ভিসা আবেদন।

www.thaievisa.go.th/ এই ঠিকানায় অ্যাকাউন্ট খুলে আবেদন ফরম পূরণ করতে হবে প্রথমে। পরে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে। সবশেষে অনলাইনে পেমেন্ট করতে হবে ভিসা ফি। এতে মাত্র ১০ কার্য দিবসের মধ্যেই ভিসা পাওয়া যাবে। মোটামুটি দুই সপ্তাহের মধ্যে ইমেইলে চলে আসবে কনফার্মেশন ডকুমেন্টস। ভিসার অনুলিপি প্রিন্ট করে থাইল্যান্ডে প্রবেশের সময় দেখাতে হবে ইমিগ্রেশনে।

তবে থাইল্যান্ড ট্যুরের প্ল্যান থাকলে প্লেনের টিকেটের দিকে নজর রাখুন হাতে সময় রেখে। থাইল্যান্ডের নিজস্ব সংস্কৃতিতে অতিথি আপ্যায়ন আর বিচিত্র সব বিনোদনের জন্য পর্যটকদের আনন্দে সময় কাটানোর সব মাধ্যম একসাথে আছে সেখানে।

উল্লেখ্য, প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা পর্যটন নির্ভর দেশ থাইল্যান্ড। সাদা বালির সমুদ্র সৈকত, রাতের প্রাণবন্ত শহর, বিশ্বমানের চিকিৎসা সেবা একসাথে পেতে সেখানে ছুটেন ভ্রমণ পিপাসুরা। হানিমুনের জন্য ব্যাংকক, ফুকেট বা পাতায়া থাকে নবদম্পতিদের পছন্দের শীর্ষে। খরচ তুলনামূলক কম হওয়ায় বাংলাদেশিরাও বেছে নিচ্ছেন এই দেশ।