চলতি মাসে দুটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা, মাসজুড়ে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর!


Sarsa Barta প্রকাশের সময় : অক্টোবর ১৫, ২০২৪, ১১:৩৩ অপরাহ্ণ /
চলতি মাসে দুটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা, মাসজুড়ে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর!

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি মাসে আরো দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। সোমবার (১৪ অক্টোবর) আবহাওয়াবিদ মনোয়ার হোসেন এ তথ্য জানিয়েছে।

তিনি বলেন, মৌসুমি বায়ু বিদায় নেয়ায় বৃষ্টিও বুঝি চলে গেছে। আজ একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এ কারণে মৌসুমি বায়ু বিদায় নিলেও মাসজুড়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। চলতি মাসের মধ্যে আরো দুটি লঘুচাপের প্রভাবে দেশজুড়ে বৃষ্টি হবে।

এ বিষয়ে জলবায়ু বিশেষজ্ঞ অধ্যাপক আহমদ কামরুজ্জামান মজুমদার বলেন, আমরা ধারণা করছি আসন্ন লঘুচাপগুলোর মধ্যে অন্তত একটি নিম্নচাপ হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে গরম বাড়তে পারে। সেই সঙ্গে চলতি বছরের কার্তিকে শীতের চিরায়ত চরিত্রেও ভিন্নতা দেখা যেতে পারে।

এদিকে আগামী ৭২ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।