চাঁদ দেখা গেছে সৌদিতে আজ শনিবার রোজা শুরু


Sarsa Barta প্রকাশের সময় : মার্চ ১, ২০২৫, ৮:৩১ পূর্বাহ্ণ /
চাঁদ দেখা গেছে সৌদিতে আজ শনিবার রোজা শুরু

সৌদি আরবে পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে। এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে রোজা শুরুর দিন ঘোষণা করেছে দেশটির কর্তৃপক্ষ। জানিয়েছে, শনিবার (১ মার্চ) থেকে পবিত্র রমজান শুরু হবে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তামির ও হোতাত সুদাইর পর্যবেক্ষণ কেন্দ্রে পবিত্র রমজানের চাঁদ দেখা যায়। এরপরই সৌদি সুপ্রিম কোর্ট আনুষ্ঠানিকভাবে ১ মার্চকে ১৪৪৬ হিজরির রমজানের প্রথম দিন ঘোষণা করে।

চাঁদ দেখা গেছে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যের আরেক দেশ ওমান, সংযুক্ত আরব আমিরাত ও কাতারও। দেশগুলোর কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের দেশে শনিবার (১ মার্চ) থেকে রোজা শুরু হবে।

এ বছর চাঁদ দেখে বিশ্বে সবার আগে রমজান শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেয় অস্ট্রেলিয়া। এরপর সর্ববৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়া থেকেও একই ঘোষণা আসে। যদিও ইন্দোনেশিয়ার প্রতিবেশী ব্রুনাই ও মালয়েশিয়ায় রমজানের চাঁদ দেখা যায়নি। এ কারণে এ দুটি দেশে ২ মার্চ থেকে পবিত্র রমজান শুরু হবে। এছাড়া ফিলিপাইনও পরবর্তীতে জানায়, তাদের এখানেও আজ রাতে চাঁদ দেখা যায়নি।

অপরদিকে আফ্রিকার দেশ তানজানিয়া, ইথিওপিয়ায় রমজানের চাঁদ দেখা যায়। এছাড়া ফ্রান্সও কাল শনিবার থেকে রমজান শুরুর ঘোষণা দেয়।