পারমাণবিক ইস্যুতে বৈঠকে বসছে চীন, রাশিয়া ও ইরান। ছবি : আনাদোলু এজেন্সি
পারমাণবিক ইস্যুতে বৈঠকে বসতে যাচ্ছে চীন, রাশিয়া ও ইরান। আগামী শুক্রবার চীনের রাজধানী বেইজিংয়ে ওই বৈঠক অনুষ্ঠিত হবে। বুধবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।
বৈঠকে চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী মা ঝাওক্সু সভাপতিত্ব করবেন। উপস্থিত থাকবেন রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী রিয়াবকভ সের্গেই আলেক্সিভিচ এবং ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাদি। তারা প্রত্যেকে নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করবেন। ইরানের পারমাণবিক ইস্যু এবং পারস্পরিক স্বার্থসহ আরো কিছু বিষয়ে তিন পক্ষ মতবিনিময় করবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নতুন পারমাণবিক চুক্তিতে আলোচনায় অংশ নিতে আহ্বান জানিয়ে একটি চিঠি দিয়েছেন। এরপর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, তেহরানকে আলোচনায় বাধ্য করা যাবে না।
সূত্র : আনাদোলু এজেন্সি
আপনার মতামত লিখুন :