

রাজনৈতিক বিশ্লেষক ডা. জাহেদ উর রহমান বলেছেন, যদি জামায়াত এনসিপির পিছু ধরে আক্রমণ চালাতে থাকে, তাহলে তাদের “থলের বিড়াল বের হয়ে যাবে।” বৃহস্পতিবার (২৩ অক্টোবর) তার ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে তিনি এসব কথা বলেন।
তিনি আরও জানান, জুলাইয়ের গণ-অভ্যুত্থানে জামায়াত ও ছাত্রশিবিরের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। কিন্তু সাম্প্রতিক বিশ্ববিদ্যালয় নির্বাচনের ফলাফল তাদের মনোবল নষ্ট করেছে। “ফলে তারা এখন এমন পরিস্থিতিতে রয়েছে যা ভুল সিদ্ধান্তের দিকে নিয়ে যাচ্ছে,” বলেন ডা. জাহেদ।
এনসিপির তরুণ নেতাদের বিষয়ে তিনি বলেন, এই জেনারেশনের সদস্যরা সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয় এবং আগ্রাসী। “তারা রাজনৈতিকভাবে এতটা পরিপক্ক নয়। তাই যদি কনফ্লিক্ট বাড়ে, তথ্য ফাঁস হওয়ার সম্ভাবনা রয়েছে,” তিনি যোগ করেন।
নাহিদ ইসলামের স্ট্যাটাস নিয়ে ডা. জাহেদ মন্তব্য করেন, জামায়াতের উচিত ছিল বেশি সহনশীল হওয়া। “নাহিদ ইসলামের বক্তব্যে বিদ্রুপ ছিল না, কিন্তু জামায়াতের বিবৃতিতে ছিল খোঁচা। ফলে প্রতিক্রিয়া যা হওয়ার তাই হয়েছে। এখন তারা আর এ ধরনের আক্রমণ করবে না।
আপনার মতামত লিখুন :