নিজস্ব প্রতিবেদক : জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) এর যশোর জেলা শাখার ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। যশোরের হাবিবুল ইসলাম কচি’কে আহ্বায়ক ও বেনাপোলের মোস্তাফিজুর রহমান বাবুকে সদস্য সচিব মনোনীত করে এ কমিটির ঘোষণা দেওয়া হয়েছে।
জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি’ অভিনেত্রী রোকেয়া সুলতানা কেয়া চৌধুরী ও সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন হেলাল স্বাক্ষরিত এক পত্রের আলোকে এ আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্যান্যরা হলেন যুগ্ম-আহ্বায়ক যশোর সদরের মোঃ মিজানুর রহমান, অভয়নগর-নওয়াপাড়ার মোঃ বাশার, সদস্য-অভয়নগরের মিজানুর রহমান পাখি, শার্শার আলমগীর হোসেন ও বেনাপোলের মফিজুর রহমান (মফি)।
বিগত সরকারের সময় অবহেলিত সাংস্কৃতিক কর্মীদেরকে ঐক্যবদ্ধ করে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) কে সাংগঠনিকভাবে আরো শক্তিশালী করার লক্ষে সারা দেশে মহানগর, জেলা, উপজেলা ও পৌর কমিটি গঠন করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) এর উপদেষ্টা ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) যশোর জেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। পূর্ণাঙ্গ কমিটির সময় খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকের সাথে আলোচনা করে বিগত সরকারের হামলা-মামলা নির্যাতনের শিকার, অবহেলিত এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র মেরামতের ৩১ দফার প্রতি অনুগতদের’কে অগ্রাধিকার দিয়ে আগামী এক মাসের মধ্যে যশোর জেলা শাখার ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে মর্মে এক পত্রে লিপিবদ্ধ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :