জুলাই সনদ অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার চাইছেন এনসিপি


Sarsa Barta প্রকাশের সময় : নভেম্বর ২১, ২০২৫, ১১:২০ পূর্বাহ্ণ /
জুলাই সনদ অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার চাইছেন এনসিপি

এনসিপির সংবাদ সম্মেলনঃ ছবি – সংগৃহীত  

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা জুলাই সনদে বর্ণিত কাঠামো অনুযায়ী বাস্তবায়নের দাবি জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাজধানীর বাংলা মোটরে দলীয় অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন। তিনি বাংলাদেশের উচ্চ আদালত কর্তৃক সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের পূর্ববর্তী রায়টিকে অবৈধ ঘোষণার সিদ্ধান্তকে স্বাগত জানান। 

তিনি জানান, আদালতের এই যুগান্তকারী রায়ের মধ্য দিয়ে ‘আওয়ামী লীগ সরকারের আমলে প্রদান করা কলঙ্কজনক রায় থেকে’ দেশের বিচার বিভাগ ও জাতি মুক্তি লাভ করেছে।

আখতার হোসেন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার গুরুত্ব ব্যাখ্যা করে বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ক্ষমতা হস্তান্তরের শান্তিপূর্ণ প্রক্রিয়ার অভাবের ফলে এর উদ্ভাবন হয়েছিল এবং এটি আজো জনগণের কাছে ও রাজনৈতিক দলগুলোর কাছে সবচেয়ে গ্রহণযোগ্য ব্যবস্থা। তিনি অভিযোগ করেন, ত্রয়োদশ সংশোধনী বাতিলের মধ্য দিয়ে হাসিনা সরকার দেশে ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের মতো একতরফা ও ‘ডামি নির্বাচনের’ আয়োজন করে দেশে ফ্যাসিবাদের উত্থান ঘটিয়েছিল।

তিনি আরো জানান, ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলো যারা ঐকমত্য কমিশনে অংশগ্রহণ করেছিল, তারা সবাই ‘জুলাই সনদ’ প্রণয়নের সময় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তনে একমত হয়েছিলেন।

এনসিপির সদস্যসচিব স্পষ্ট করে বলেন, আমরা ত্রয়োদশ সংশোধনীতে থাকা পুরনো মডেলে ফিরতে চাই না। বরং, জুলাই সনদে তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠিত হবে, তার একটি বিস্তারিত ফর্মুলা দেয়া আছে, সে অনুযায়ী চাই। সেই সনদে, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে কেবল বিচার বিভাগের ওপর নির্ভরশীল না থেকে, সরকারি দল, প্রধান বিরোধী দল এবং দ্বিতীয় বৃহত্তম বিরোধী দলের ঐকমত্যের ভিত্তিতে উপদেষ্টা বাছাইয়ের জন্য একটি কমিটি গঠনের কথা অন্তর্ভুক্ত রয়েছে। তবে সনদে প্রস্তাবিত ‘র‌্যাঙ্ক চয়েস ভোটিং’ পদ্ধতির ওপর বিএনপি ‘নোট অফ ডিসেন্ট’ (আপত্তি) দিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি মনে করেন, এই মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন না হলেও, এটিই বিবেচনাপ্রসূত ও সঠিক সিদ্ধান্ত। ছাত্র-জনতার রক্তের বিনিময়ে গঠিত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং ঐকমত্য কমিশনে গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে, আগামী দিনে তত্ত্বাবধায়ক সরকারকে জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার মাধ্যমেই গঠন করতে হবে।