মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে ‘স্বৈরশাসক’ বা একনায়ক বলে তীব্র কটাক্ষ করেছেন।কার্যত জেলেনেস্কি সম্পর্কে যে প্রচন্ড ক্ষুব্ধ ট্রাম্প সেটা ফের আরও একবার সামনে এসেছে। তবে সেটা একেবারে সুস্পষ্ট ভাবে।
ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, জেলেনেস্কি স্বীকার করছেন যে আমরা যে অর্থ দিয়েছিলাম সেগুলি মিসিং হয়েছে। তিনি ভোটও করাতে চান না। ট্রাম্প গতকাল বুধবার জেলেনস্কিকে প্রাক্তন রাষ্ট্রপতি জো বাইডেনের সরবরাহ করা মার্কিন সহায়তার সুযোগ নেওয়ার জন্য অভিযুক্ত করেছেন এবং ইঙ্গিত দিয়েছেন যে সমস্ত সংঘাত চলছে তার জন্য ইউক্রেন দায়ী।
ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া সাইটে লিখেছেন, ‘নির্বাচন ছাড়াই একজন স্বৈরশাসক, জেলেনস্কি দ্রুত সরে যাওয়াই ভাল, অন্যথায় তার একটি দেশ অবশিষ্ট থাকবে না। ’তিনি নির্বাচন করতে অস্বীকার করেছেন, ইউক্রেনীয় ভোটও তিনি খুব কম পান এবং তিনি যে বিষয়টিতে ভাল ছিলেন তা হ’ল বাইডেনকে ‘বেহালার মতো’ খেলানো।
নতুন প্রেসিডেন্টের প্রশাসনের অধীনে যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্কের দ্রুত অবনতির সর্বশেষ লক্ষণ হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে জেলেনস্কির প্রতি ট্রাম্পের সবচেয়ে সুস্পষ্ট সমালোচনা এটি।
ট্রাম্প চলতি সপ্তাহে সউদী আরবে শীর্ষ উপদেষ্টাদের তাদের রাশিয়ান প্রতিপক্ষের সাথে সরাসরি আলোচনার জন্য পাঠিয়েছেন- যা ইউক্রেনকে প্রক্রিয়া থেকে বাদ দিয়েছে। “ইতিমধ্যেই, আমরা রাশিয়ার সাথে যুদ্ধের অবসান নিয়ে সফলভাবে আলোচনা করছি, যা কেবল ‘ট্রাম্প’ এবং ট্রাম্প প্রশাসনই করতে পারে।
বাইডেন কখনও চেষ্টা করেননি, ইউরোপ শান্তি আনতে ব্যর্থ হয়েছে এবং জেলেনস্কি সম্ভবত ‘গ্রেভি ট্রেন’ চালিয়ে যেতে চান।
ট্রাম্প লিখেছেন, আমি ইউক্রেনকে ভালোবাসি, কিন্তু জেলেনেস্কি ভয়াবহ কাজ করেছেন। তাঁর দেশে একেবারে ছত্রখান হয়ে গিয়েছে, প্রচুর মানুষ বিনা কারণে মারা গিয়েছেন। এটা চলতেই থাকছে।
এদিকে জেলেনেস্কি হয়তো ভেবেছিলেন সৌদি আরবের বৈঠকে তাঁদের দেশকে ডাকা হবে। না তেমনটা কিছু হয়নি। এদিকে ইউক্রেনের জমির একাংশ রাশিয়ার হাতেই থাকছে বলে খবর এসেছে। এসবের মধ্যেই জেলেনেস্কির উপর একেবারে হাড়ে হাড়ে চটেছেন ট্রাম্প।
আপনার মতামত লিখুন :